Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

চির ‘জওয়ান’ শাহরুখই জিতলেন আইফা অ্যাওয়ার্ড

iifa-2024
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান, যিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও অন্যতম সঞ্চালক ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির স্থানীয় সময় শনিবার ইয়াস দ্বীপে বসেছিল ওই অনুষ্ঠানের জমকালো আসর, যেটি সারা পৃথিবীতেই বলিউড ফিল্মের দর্শকদের কাছে আইফা অ্যাওয়ার্ড নামেই বেশি পরিচিত।

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্য৷ল’ সিনেমাটি ছিনিয়ে নিয়েছে ২০২৩ সালের সেরা সিনেমার অ্যাওয়ার্ড। নরওয়েতে সন্তান নিয়ে এক মায়ের সংগ্রামের কাহিনীতে তৈরি সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে অভিনয়ের জন্য রানি মুখার্জি বলিউডের হালের গ্ল্যামার ও হার্টথ্রব নায়িকাদের পেছনে ফেলে জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

বলিউড সেলিবেট্রিদের উপস্থিতি ও নাচে-গানেমুখর রাতটিতে বরাবরের মতোই কিং খান, অভিনেতা ভিকি কৌশল এবং নির্মাতা করণ জোহরের সঙ্গে সঞ্চালনা দিয়ে মাতিয়ে রাখেন।

তার সেন্স অফ হিউমার এবং ভিকি কৌশলের সঙ্গে ‘তৌবা তৌবা’ গানে পা মেলানো অনুষ্ঠানটিকে দেয় অন্য মাত্রা।

আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশীর জীবনীর ওপর নির্মিত ‘টুয়েলভথ ফেইল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান বিধু বিনোদ চোপড়া।

আইফার অন্যতম আকর্ষণ ছিল চিরযৌবনা রেখার পারফর্মেন্স

সেরা ছবির পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ আরও অনেকগুলো পুরস্কার পেয়েছে ৷ এই ফিল্মে অভিনয়ের জন্য অনিল কাপুর সেরা সহ-অভিনেতা এবং ববি দেওল সেরা ভিলেনের পুরস্কার পেয়েছেন। ভূষিত হয়েছেন ৷

মঞ্চে পুরস্কার নিতে এসে অ্যানিম্যাল ছবির ‘জামাল কুদু’ গানের সঙ্গে ববি দেওল ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা মাথায় কাঁচের গ্লাস নিয়ে নাচেন ৷

তবে হয়তো জন্মদিন থাকার কারণেই বলিউডের এসময়ে শীর্ষ অভিনেতাদের একজন রণবীর কাপুর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

‘অ্যানিম্যাল’ ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, আশিম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বরও পুরস্কার জিতেছেন।

ভূপিন্দর বাব্বল সিনেমাটির ‘আরজান ভাইলি’ গানের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) পুরস্কার, পাশাপাশি ‘সাতরাঙ্গা’-এর জন্য সেরা গানের পুরস্কার জিতে নেন।

করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ও বেশকিছু আইফা অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছে। আলিয়া ভাটের দাদীর চরিত্রে অভিনয়ের জন্য সেরা সহকারী অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি ৷

এই সিনেমার জন্য ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় সেরা গল্প ও চিত্রনাট্যের পুরস্কার জিতে নেন।

‘তৌবা তৌবা’ গানে এসআরকে এবং ভিকির পারফরম্যান্স ছাড়াও গানটির গায়ক করণ আউজলাও লাইভ গাইতে মঞ্চে উপস্থিত ছিলেন। নতুন গান ‘বনিতা’ পারফর্ম করে অনুষ্ঠান মাতিয়েছেন র‌্যাপার হানি সিং। এছাড়াও আইফা রাতের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চিরতরুণ অভিনেত্রী রেখা, প্রভু দেবা এবং শাহিদ কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, কৃতি স্যানন এবং অনন্যা পান্ডের পারফর্মেন্স।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত