১০ কোটি ৮১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এসব মামলা করা হয়েছে বলে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
এস কে সুরের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, পাবলিক সার্ভেন্ট হিসেবে এস কে সুর চৌধুরী ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৯ লাখ টাকা, ১ লাখ ৬৯ হাজার ডলার, ৫৫ হাজার ইউরো এবং ১ কেজি সোনার অলংকারসহ মোট ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে অর্জন করেছেন।
অন্য দুটি মামলার অভিযোগে বলা হয়, এস কে সুর নিজের ছদ্মাবরণে তার স্ত্রী ও মেয়ের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে অবৈধ সম্পদের প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন করেছেন।
এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলায় অভিযোগে বলা হয়েছে, তিনি স্বামীর ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন। এ মামলায় এস কে সুরকেও আসামি করা হয়েছে।
এছাড়া মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ও তার বাবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ৭৪ লাখ ৭১ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলাতেও মেয়ের সঙ্গে এস কে সুরকেও আসামি করা হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় দুদকের উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে।
সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।