Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত

222
[publishpress_authors_box]

‘ইমপ্যাক্ট প্লেয়ার’-নিয়ম চালু করে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা এর বিরোধিতা করেছিলেন। আবার সাবেক পেসার জহির খানের পছন্দ ছিল নিয়মটা।

এরই মাঝে বিসিসিআই সিদ্ধান্ত নিল সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফি থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটা তুলে দেওয়ার। সব রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তটা। দুই বছর আগে সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফি থেকেই চালু হয়েছিল এই নিয়ম।

এই টুর্নামেন্টে না থাকলেও আইপিএলে যথারীতি থাকছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইন। কিছু দিন আগেই বোর্ড জানিয়েছিল ২০২৭ আইপিএল পর্যন্ত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ থাকবে। এরই মাঝে ঘরোয়া ক্রিকেট থেকে নিয়মটা তুলে দেওয়ায় তৈরি হয়েছে জল্পনা।

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে রোহিত শর্মা বলেছিলেন, “এটা আমার খুব একটা পছন্দ নয়। এজন্য অলরাউন্ডারদের প্রয়োজন কমে গেছে। ক্রিকেটটা এখন ১২ জনের খেলা হয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন, শিবম দুবেরো বল করছে না। এটা দলের জন্য ভাল দিক নয়।’’

তবে সাবেক পেসার জহির খান বলেছিলেন, ‘‘আমার মনে হয় এটা ভাল দিক। অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না। ভাল অলরাউন্ডার হলে সে সুযোগ পাবেই। কেউ অর্ধেক অলরাউন্ডার হলে তো সমস্যা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত