Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গরুর মাংসে আমদানি শুল্ক থাকছেই, হাঁস-মুরগিতে প্রত্যাহার

ss-Beef-Meet-060624
[publishpress_authors_box]

তাজা ও হিমায়িত হাঁস-মুরগির মাংস, গিলা, কলিজা আমদানি বাড়াতে এসব পণ্যের সম্পূরক ও নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ব্যবসায়ীরা গরুর মাংস আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের যে দাবি ব্যবসায়ীরা জানিয়ে আসছিলেন সে বিষয়ে প্রস্তাবিত বাজেটে কোনও কিছু উল্লেখ নেই।

তাজা ও হিমায়িত হাঁস-মুরগির মাংস আমদানিতে সম্পূরক ও নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহারের যে প্রস্তাব অর্থমন্ত্রী দিয়েছেন তা পাস হলে দেশে বিদেশি চেইন রেস্টুরেন্টগুলোর আপ্যায়ন খরচ কমে আসবে। একই সঙ্গে দেশে ভ্রমণ খরচ কমে আসায় বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার সময়ে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী। এসময় তিনি ১৯১টি পণ্যের সম্পূরক শুল্ক যৌক্তিক করার প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী তাজা ও হিমায়িত মুরগির মাংস, গিলা, কলিজাসহ এ জাতীয় মাংস আমদানির সম্পূরক ও নিয়ন্ত্রক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করেন। এই নির্দেশনা টুকরো করে কাটা মাংস, বা গোটা মুরগির ক্ষেত্রেই প্রযোজ্য। কাগজে মোড়ানো বা টিনের কৌটায় থাকা মুরগির মাংসের ক্ষেত্রেও প্রযোজ্য। একইভাবে হিমায়িত শূকরের মাংস আমদানির ক্ষেত্রে সব ধরনের সম্পূরক ও নিয়ন্ত্রক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী হিমায়িত টার্কি মুরগি ও হাঁসের মাংস ও গিলা-কলিজা আমদানির নিয়ন্ত্রক শুল্ক তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। রাজহাঁস, তিতিমুরগির পাশাপাশি বেশ কয়েক ধরনের বিদেশি মাছ ও শাঁক-সবজি আমদানির নিয়ন্ত্রক শুল্কও প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন তিনি।

বাংলাদেশ মাংস আমদানিকারক ও ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ সকাল সন্ধ্যাকে বলেন, “এক বছর আগে আমদানিকৃত মাংসের ওপর সরকার এই শুল্ক আরোপ করে। এতে আমাদের ব্যবসা অনেকটা চাপের মুখে পড়ে। একারণে আমরা দাবি জানিয়ে আসছিলাম এই শুল্ক প্রত্যাহারের।”

তবে মুরগি বা হাঁসের মাংসের পাশাপাশি গরুর মাংসের আমদানি শুল্ক প্রত্যাহার করা দরকার ছিল বলে মনে করেন শামীম আহমেদ। তিনি বলেন, “আমরা মুরগি বা হাঁসের মাংসের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। গরুর মাংসের চাহিদা পুরণের জন্য কম দামে আমদানির সুযোগ দেওয়া দরকার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত