Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

কারাবন্দি ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

barrister-sumon
[publishpress_authors_box]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও তার স্ত্রী শাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা ও হত্যাসহ বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি ব্যারিস্টার সুমনকে গত ২১ অক্টোবর মধ্যরাতে ঢাকার মিরপুর-৬ থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন এক মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ব্যারিস্টার সুমনের স্ত্রী শাম্মী আক্তার কোথায় আছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

গত বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য হন সায়েদুল হক সুমন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করেন।

জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এবং বিভিন্ন সমস্যা নিয়ে ফেইসবুকে আলোচনার জন্য সায়েদুল হক সুমন জনপ্রিয়। সোশাল মিডিয়ায় তিনি ব্যারিস্টার সুমন হিসেবেই পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি নেওয়া সায়েদুল হক যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চতর লেখাপড়া শেষে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নেন।

দুদকের আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমন তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

স্ত্রীসহ ডেসকোর সাবেক প্রকৌশলী জগদীশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনে একই আদালত এদিন ডেসকোর সাবেক নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মো. আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জগদীশ ও অন্যদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অবৈধভাবে শত শত কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো একান্ত প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত