Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস : ইমরান খানের ১০ বছরের জেল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
[publishpress_authors_box]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও ১০ বছরের কারাদণ্ড হয়েছে। দেশটির বিশেষ আদালত রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের মামলায় মঙ্গলবার তাকে এই সাজা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানের জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে এই মামলায় রায় হলো।

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। দুর্নীতির মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়েছে। সে মামলায় সাজা ভোগ করছেন তিনি। এ কারণে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না পিটিআইপ্রধান ইমরান।

পিটিআইর ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকেও মঙ্গলবার ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করেন, এমন অভিযোগ আনা হয় মামলায়।

বলা হয়, ঘটনাটি ২০২২ সালের মার্চ মাসের, ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক এক মাস আগের। এক সমাবেশের মঞ্চ থেকে জনতার সামনে এক টুকরো কাগজ দেখিয়ে ইমরান খান দাবি করেছিলেন, এই কাগজই প্রমাণ করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিদেশিরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত