পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলে থাকার এক বছর হতে চলল। যদিও প্রায় সময়ই থাকে তার সরব উপস্থিতি! আর সেটা সম্ভব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কল্যাণে। এবার যেমন সামাজিক মাধ্যম ব্যবহার করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভিকে ধুয়ে দিলেন। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে হারকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে জেল থেকে আওয়াজ তুলেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান হেরেছে ১০ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক এই হার মানতে পারছেন না ইমরান।
পাকিস্তানের জেতা একমাত্র বিশ্বকাপ এসেছিল তার হাত ধরে। পরবর্তীতে রাজনীতিতে নাম লিখিয়ে বসেছিলেন দেশের সর্বোচ্চ আসনে। এখন কিংবদন্তি অলরাউন্ডারের সময় কাটছে জেলে। সেখান থেকেই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে কথা বলেছেন ইমরান। পাকিস্তানের হারের কারণ হিসেবে তার তীর পিসিবি চেয়ারম্যান নাকভির দিকে।
টুইটারে ইমরান লিখেছেন, “একমাত্র ক্রিকেট খেলাটাই গোটা দেশের মানুষ টিভির সামনে গভীর আগ্রহ নিয়ে দেখে। কিন্তু তাও শক্তিশালী মহলের দ্বারা ধ্বংস হয়ে গেছে, যারা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য একজন অযোগ্য, পছন্দের কর্মকর্তাকে নিয়ে এসেছে।”
টুইটের পরের অংশে ইমরান লিখেছেন, “এই প্রথমবার আমরা (ওয়ানডে) বিশ্বকাপের সেরা চারে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে থাকতে পারিনি। আর এখন বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হলো, যা ব্যর্থতার নতুন তলানি। আড়াই বছর আগে এই (পাকিস্তান) দলটা ভারতকে ১০ উইকেট হারিয়েছিল। এই আড়াই বছরে কী এমন ঘটল যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই দায় একটা প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।”
অন্যতম ফেভারিট হয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল পাকিস্তান। কিন্তু সুপার আটেই জায়গা পায়নি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ শেষে নতুন শুরুর ঘোষণা দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর সমালোচনায় তীরে বিদ্ধ হচ্ছেন তিনি।
রাওয়ালপিন্ডি টেস্ট হারের পর এখন সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের। একই ভেন্যুতে স্বাগতিকরা বাংলাদেশের মুখোমুখি হবে ৩০ আগস্ট।