অলিম্পিকে অংশ নেওয়া যে কোনও অ্যাথলেটেরই আজন্ম লালিত স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের।
২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে অলিম্পিক গেমস। এই অলিম্পিক গেমসে এরই মধ্যে সরাসরি খেলার টিকিট পেয়েছেন আর্চার সাগর ইসলাম। এবার দ্রুততম মানব ইমরানুর রহমান পেলেন অলিম্পিকের ওয়াইল্ড কার্ড। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।’
অলিম্পিকের প্রস্তুতির জন্য এরই মধ্যে ইমরানুর ইংল্যান্ডে অনুশীলন শুরু করেছেন। অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড দুই খেলার বৈশ্বিক ফেডারেশন প্রদান করে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটা বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম পাঠিয়েছিল।