আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী। একই সঙ্গে তিনি বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান । সালাম মুর্শেদীর জায়গায় ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের আরেক সহ-সভাপতি ইমরুল হাসানকে।
শনিবার বাফুফের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাফুফের আর্থিক কার্যক্রমকে গতিশীল করতেই ইমরুল হাসানকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কারণ বাফুফের ব্যাংক হিসাব থেকে কোনও টাকা তুলতে গেলে ন্যূনতম দুই জনের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু স্বাক্ষরের দায়িত্বে থাকা তিন জনের মধ্যে দুই জনই এখন অনুপস্থিত।
ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন আর আত্মগোপনে আছেন আরেক সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। বাকি থাকে শুধু সভাপতি কাজী সালাউদ্দিন, যদিও তার একার স্বাক্ষরে ব্যাংক থেকে কোনও টাকা তুলতে পারছে না বাফুফে। এজন্যই সহ সভাপতি ইমরুল হাসানকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকেও চেকে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছে।
বাফুফের এই সভায় আগামী ২৬ অক্টোবরের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বাইরে থেকে কেউ কেউ নির্বাচন পেছানোর দাবি তুললেও বাফুফে এই পথে হাঁটছে না। নির্ধারিত তারিখে নির্বাচনের জন্য খুব শিগগির কাউন্সিলরদের নাম আহবানের সিদ্ধান্ত হয়েছে সভায়।