Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

তরফদারের রণে ভঙ্গ, বিজয়ী ইমরুল হাসান   

ইমরুল হাসান।
ইমরুল হাসান।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ফুটবলের নির্বাচনে যে লড়াইটা সবচেয়ে আকর্ষণীয় হবে ধরা হয়েছিল সেখানে জল ঢেলে দিয়েছেন তরফদার রুহুল আমিন। আগের দিন পর্যন্ত সিনিয়র সহ সভাপতি পদে লড়াইয়ে হাঁকডাক দিয়ে তিনি ২০ অক্টোবর সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। তাতেই বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান ‘বেসরকারিভাবে’ বাফুফের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।

বেশ কয়েকদিন ধরে তরফদার তার লোকজন দিয়ে প্রতিদ্বন্দ্বী ইমরুল হাসানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন। তাতে একটুও টলেননি ইমরুল। বরং তিনি ভোট যুদ্ধে স্বাগত জানান তরফদারকে। অবশ্য সাইফ পাওয়ারটেকের এই কর্ণধার নিজের সংগঠক পরিচয়টাকে প্রশ্নবিদ্ধ করেছেন নানাভাবে। প্রথমে নিজের ক্লাব সাইফ স্পোর্টিংকে সরিয়ে নেন মাঠ থেকে। এরপর একেক সময় একেক পদে নির্বাচনের ঘোষণা দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন। তাই তার গ্রহণযোগ্যতাও কমেছে ফুটবলাঙ্গনে। সব মিলিয়ে তার হয়তো ভোটের লড়াইয়ে নামার আত্মবিশ্বাসটুকুও কমে গেছে।

তাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে এক প্রত্যাহার নাটকের অবতারণা করেন তরফদার। প্রত্যাহারের চিঠিতে তিনি ফিফা নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ স্বাক্ষরিত নির্বাচনী বিধিমালা বিতরণ ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে ওই চিঠিটা লিখেছেন বাফুফে সাধারণ সম্পাদক বরাবর। নিয়মানুযায়ী সেটা হওয়া উচিত প্রধান নির্বাচন কমিশনার বরাবর।  

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন কমিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের অংশটাকে অপ্রাসঙ্গিক বলেছেন, “প্রত্যাহারের চিঠিতে ওসব অপ্রাসঙ্গিক। তিনি সংশোধন করে চিঠি দেওয়ায় এখন সহ সভাপতি পদে ইমরুল সাহেব বেসরকারিভাবে নির্বাচিত।”

অর্থাৎ এই একটি পদেই আর ভোটের দরকার নেই। এছাড়া বাকি সব পদেই ভোট হবে আগামী ২৬ অক্টোবর।

সভাপতি পদে বাফুফের সাবেক সহ সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াই হবে এ এফ এম মিজানুর রহমান চৌধুরীর। চার সহ সভাপতি পদে লড়বেন ৬ জন, যেখানে সবাই নতুন। বাফুফের কোনো পুরনো সহ সভাপতিই নেই এবারের লড়াইয়ে।

তবে তুমুল লড়াই হবে নির্বাহী সদস্য পদে। ১৫ নির্বাহী সদস্য পদের জন্য লড়ছেন ৩৭ জন।            

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত