বাংলাদেশ আজ (রবিবার) গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারতের বিপক্ষে। এই ফরম্যাট থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান এখন খেলছেন যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে। তারই নেতৃত্বে লস অ্যাঞ্জেলেস ওয়েভস ১৯ রানে হেরেছে নিউইয়র্ক লায়নসের কাছে।
ব্যাটে-বলেও ব্যর্থ ছিলেন সাকিব। এক ওভারে বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটহীন। ব্যাট হাতে ১৬ বলে ১৩ রান করে আউট হন তাবরাইজ শামসির বলে।
ভারত সফর শেষে বাংলাদেশ মিরপুরে প্রথম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্ট খেলে এই ফরম্যাট থেকেও বিদায় নিতে চান সাকিব। কিন্তু সেই সুযোগ কি তিনি পাবেন?
সাকিবের সতীর্থ ও জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস মনে করেন সেই সুযোগ দেওয়া উচিত তাকে। আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরুল বললেন, ‘‘সাকিবের মতো খেলোয়াড়কে এমনভাবে বিদায় দেওয়া উচিত যেন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব দেখে যে, একজন কিংবদন্তির বিদায় হল। আমার মনে হয় এটা সবাই চাচ্ছে। আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। দেশের মানুষও চাচ্ছে। তবে পলিটিক্যাল প্রোটকলের জন্য মনে হয় হচ্ছে না, আমার মনে হয় এটা নিয়ে উপর মহল কাজ করছে। এটা খুব দ্রুত হয়ত সমাধান হয়ে যাবে।’’
বাংলাদেশের তারকা খেলোয়াড়দের বিদায় মাঠ থেকে হয় না। এই সংস্কৃতিটাও চালু করার আকুতি জানালেন বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল, ‘‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, আমাদের একটা ট্রেন্ড থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একজন লিজেন্ডারি ক্রিকেটারের বিদায় নেওয়া। কিন্তু আমরা কাউকে দেখি নাই। মাশরাফি ভাইকে দেখি নাই। এর আগে যতগুলো খেলোয়াড় ছিল আমরা দেখি নাই। এই জিনিসটা চালু হওয়া উচিত।’’
অনেকে সরাসরি অবসরের ঘোষণাও দেন না। সেক্ষেত্রে কানপুর টেস্টের আগে সাকিবের অবসরের ঘোষণাকে স্বাগত জানালেন সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলা ইমরুল, ‘‘আপনি অবসর নিবেন, আপনি যদি নিজে সৎসাহস দেখাতে না পারেন, তাহলে তো ভাই এত বছর ক্রিকেট খেলে অ্যাচিভমেন্ট কি হল। সাকিব নিজের সৎসাহস দেখিয়ে দিয়েছে। বলে দিয়েছে। এখানে আসলে সাহসেরও কিছু নাই, এটাই পেশাদারিত্ব। সাকিবের প্রেস কনফারেন্স আমি দেখেছি। ও বলেছে, ওর জায়গায় এখন নতুন কাউকে সুযোগ দিলে আরও ভালো হবে।’’
কানপুর টেস্টের আগে ইমরুলের কোম্পানির এমকেএস ব্যাট উপহার দেওয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এ নিয়ে তিনি বললেন, ‘‘বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এমকেস-এর ব্যাট পাঠাই মিরাজের মাধ্যমে। ওরা এটা সাদরে গ্রহণ করেছে। এর আগে ও আমাকে (কোহলি) দুই-তিনটা ব্যাট উপহার দিয়েছিল। কানপুর টেস্টের প্রথম ইনিংসে এমকেএস ব্যাট দিয়ে ব্যাটিং করেছে ও। মিরাজকে ভালো ফিডব্যাকও দিয়েছে।’’
গতবার কুমিল্লার হয়ে বিপিএল খেলেছেন ইমরুল। এবার কুমিল্লা দলটাই নাই। এ নিয়ে তার আক্ষেপ, ‘‘গতবার কুমিল্লায় খেলেছিলাম, এবার ওরা নাই। আমি মনে করি কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি থাকাটা বিপিএলের জন্যই ভালো। ওরা এত বড় একটা দল, সবসময় ভালো দলও তৈরি করে। বড় বড় তারকা নিয়ে আসে। এদিক থেকে বললে বিপিএলের কিছুটা গ্ল্যামার কমবে (কুমিল্লা না থাকায়)। বিপিএলই কুমিল্লাকে মিস করবে।’’
বোর্ডে আসা নতুন সভাপতি ফারুক আহমেদের হাত ধরে দেশের ক্রিকেটের আরও এগিয়ে যাওয়ার আশাও করলেন ইমরুল, ‘‘আমরা আরও উপরে যেতে পারতাম কিন্তু পারি নাই। সিস্টেমের প্রবলেম ছিল, আরও অনেক সমস্যা ছিল। এখন নতুন সভাপতি ফারুক ভাইয়ের বোর্ডে যে প্রসেস দেখছি, তাদের পরিকল্পনা যেভাবে মিডিয়ায় বলছে-কি কি করতে যাচ্ছে বা করবে-এটা আমার কাছে মনে হয় যে স্বচ্ছতা খুব ভালো আছে।’’