Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

বিদায়ী ইনিংসে ইমরুলের ১ রান

প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষ ইনিংসে ১ রান করেছেন ইমরুল কায়েস। ছবি : বিসিবি
প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষ ইনিংসে ১ রান করেছেন ইমরুল কায়েস। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইমরুল কায়েস। টেস্ট তো বটেই প্রথম শ্রেণীর ক্রিকেটেই শেষ ম্যাচটা খেলছেন ঢাকা বিভাগের বিপক্ষে। মিরপুরে শনিবার শুরু হওয়া সেই ম্যাচটা স্মরণীয় করতে পারলেন না ইমরুল।

খুলনার হয়ে প্রথম ইনিংসে ইমরুল করেছিলেন ১৬ রান। তার দল অলআউট হয় ১৭২ রানে। জবাবে ঢাকা বিভাগ অলআউট ১৬০ রানে। ৩টি করে উইকেট নেন আল আমিন, মাসুম খান ও মোহাম্মদ আরিদুল ইসলাম।

দ্বিতীয় ইনিংসটা ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে ইমরুল কায়েসের শেষবার ব্যাট হাতে নামা। ক্রিকেটারদের গার্ড অব অনারের মাঝে শেষবারের মতো সাদা পোশাকে ব্যাট করতে নামেন তিনি। আবেগ হোক কিংবা ব্যর্থতা-সেটা স্মরণীয় করতে পারেননি বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল।

রবিবার ক্রিজে খেলেছেন কেবল ৩টি বল। এনামুল হকের বলে ১ রান করে রনি তালুকদারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ক্রিজ ছাড়ার সময় ঢাকার খেলোয়াড়রা অভিবাদন জানান ইমরুলকে।

খুলনা গুটিয়ে যায় মাত্র ৯১ রানে। এনামুল হক ৪টি ও মাহফুজুর রাব্বি নেন ৩টি উইকেট। দ্বিতীয় দিন শেষে সবমিলিয়ে খুলনা এগিয়ে আছে ১০৩ রানে।

অপর ম্যাচে সিলেট বিভাগের অমিত হাসান ধারাবাহিকতা ধরে রেখেছেন। আগের ম্যাচে করেছিলেন ডাবল সেঞ্চুরি। ঢাকা মহানগরের বিপক্ষে এবার খেললেন ১০১ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি। ঢাকা মহানগর তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করেছে ৪৯ রান। তারা পিছিয়ে ১৯৭ রানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত