সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালে। ওয়ানডে ২০১৮ আর টি-টোয়েন্টিতে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে ইমরুল কায়েস খেলেছেন ২০১৭ সালে। এরপর থেকেই অপেক্ষা আর উপেক্ষা ইমরুল কায়েসের। ছয় বছর কাটলেও খুলেনি জাতীয় দলের দুয়ার।
সেই অধ্যায়টাও শেষ হলো। বুধবার এক ভিডিও বার্তায় টেস্ট আর প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের এই ওপেনার। তবে বিপিএল খেলবেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে লাল বলের ক্রিকেট ছাড়া নিয়ে ভিডিও বার্তায় ইমরুল বললেন, ‘‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি আমার জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’’
লাল বলে খেলা নিজের কয়েকটি ম্যাচের ভিডিও পোস্ট করেছেন ইমরুল। সেখানে আছে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার দৃশ্যও। খেলাটা যে মিস করবেন স্পষ্ট তাতেই। লাল বলের খেলা ছাড়ার অর্থ একপ্রকার অবসর ইমরুলের। কারণ সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নির্বাচকদের দৃষ্টির দূর সীমাতেও নেই তিনি।
৩৯ টেস্টে ৩ সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ইমরুলের রান ১৭৯৭, সর্বোচ্চ স্কোর ১৫০। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ২০টি সেঞ্চুরিসহ করেছেন ৭৯৩০ রান, গড় ৩৩.৭৪। এছাড়া ৭৮ ওয়ানডেতে করেছেন ২৪৩৪ রান, সেঞ্চুরি আছে ৪টি। ১৪ টি-টোয়েন্টিতে ইমরুলের রান ১১৯।