Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

৮ দিনে সোনার দাম ভরিতে কমল ৭৩৩৭ টাকা

SS-Gold-Price-Rise-in-Bd-180424
[publishpress_authors_box]

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। এ দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম কমেছে ২ হাজার ৫১৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে এই মানের সোনা ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকায় বিক্রি হবে।

তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৭৮ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ১ হাজার ৩৬৫ টাকা কমানো হয়েছিল। তিন দিনের ব্যবধানে ৮ নভেম্বর আবারও ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়। এরপর মঙ্গলবার আরও ২ হাজার ৫১৯ টাকা কমানোর ঘোষণা দিল বাজুস।

অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।

এ নিয়ে আট দিনে তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৩৩৭ টাকা কমল।

চড়তে চড়তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ৩১ অক্টোবর প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৪২৪ টাকায় উঠেছিল। অবশ্য এরপর থেকে কমছে সোনার দর।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৬৭৬ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯১ হাজার ৪১১ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৮৯২ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকায়।

হিসাব বলছে, পাঁচ দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২ হাজার ৫১৯ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ২ হাজার ৪০৩ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ২ হাজার ৬৫ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডে দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও কমেছে

বিশ্ববাজারেও সোনার দর বেশ খানিকটা কমেছে। অক্টোবরের শেষের দিকে প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম প্রায় ২ হাজার ৮০০ ডলারে উঠে গিয়েছিল। সেই সোনার দর কমে এখন ২ হাজার ৬০০ ডলারের নেমে এসেছে।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৬১২ ডলার ৫০ সেন্ট।

গত ৭ নভেম্বর রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ২ হাজার ৬৯৬ ডলার ২৪ সেন্ট।

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে প্রতি আউন্সের দাম কমতে কমতে ২ হাজার ডলারের নিচে নেমে এসেছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত