দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২২১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।
তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা ছাড়িয়ে গেল ৭৬ হাজারের বেশি। আর কেবল নভেম্বরেই মৃত্যু হলো ৩৭২ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত এক হাজার ২২১ জনের হাসপাতালে ভর্তির মধ্যে দিয়ে চলতি বছরে মোট রোগী হলো ৭৬ হাজার ২১ জনের আর পাঁচজনকে নিয়ে চলতি বছরে মৃত্যু হলো ৩৭২ জনের।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ২২১ জনের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে; ৩১২ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১৩ জন আর ঢাকা দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছে ১৭১ জন। এছাড়া, চট্টগ্রামে ১২৩ জন, খুলনায় ১৬০ জন,ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ছয়জন।
মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের, বাকি দুইজন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের।
অধিদপ্তর জানাচ্ছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ জন। আর বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ৯৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে আছেন এক হাজার ৮৫৭ জন আর ঢাকা বাইরের হাসপাতালে আছেন দুই হাজার ২৩৮ জন।
চলতি বছরে সবচেয়ে বেশি রোগী ছিল অক্টোবর মাসে; ৩০ হাজার ৮৭৯ জন আর এ মাসে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ২০৪ জন আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের।