Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর বিলাসবহুল পরিবেশবান্ধব বাড়ি

লিওনার্দো ডিকাপ্রিও, হলিউড তারকা, হলিউড অভিনেতা
২০১৬ সালে দীর্ঘ প্রতীক্ষার পর 'দ্য রেভেন্যান্ট' চলচ্চিত্রের জন্য 'সেরা অভিনেতা'-র পুরস্কার পাওয়ার পর অস্কারের মঞ্চে দাঁড়িয়েও লিওনার্দো ডিকাপ্রিও কথা বলেছিলেন জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে।
[publishpress_authors_box]

নিজের ৫০তম জন্মদিনের ঠিক আগে আগে, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তার হলিউড হিলসের বিশাল বাড়ির ব্যাপক সংস্কার কাজ শেষ করেছেন তাও আবার পরিবেশ-বান্ধব মানদণ্ড বজায় রেখে।

বলা হয় প্রেমিকার চেয়েও নাকি পরিবেশকে বেশি ভালোবাসেন এই হলিউড তারকা!

২০১৬ সালে দীর্ঘ প্রতীক্ষার পর ‘দ্য রেভেন্যান্ট’ চলচ্চিত্রের জন্য ‘সেরা অভিনেতা’-র পুরস্কার পাওয়ার পর অস্কারের মঞ্চে দাঁড়িয়েও তিনি কথা বলেছিলেন জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে।

২০২২ সালের জানুয়ারিতে নিজের টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

কারণ তখন জীববৈচিত্র্যের সুরক্ষায় বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার (৬৭২ বর্গ মাইল) এলাকাকে ‘মেরিন প্রটেক্টেড এরিয়া’ (এমপিএ) বা নতুন সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছিল সরকার।

বরাবরই এ ব্যাপারে দারুণ সিরিয়াস ছিলেন তিনি। পরিবেশবাদী আন্দোলনে পাড়ি দিয়েছেন লম্বা পথ।

ডেইলিমেইল-এ প্রকাশিত আকাশ থেকে তোলা এই বাড়ির ছবিতে দেখা যাচ্ছে পুরো কম্পাউন্ডেই পরিবেশ-বান্ধব করে তুলেছেন এই অভিনেতা।

আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সামনের অংশের টেনিস ও বাস্কেটবল কোর্ট, ক্যাকটাস বাগান, মেডিটেশনের জন্য ‘জেন গার্ডেন’ এবং ‘ইনফিনিটি’ সুইমিং পুল। ছবি: ডেইলিমেইল
ছাদজুড়ে বসানো হয়েছে সোলার প্যানেল। ছবি: ডেইলিমেইল
পরিবেশ-বান্ধব মানুষের পছন্দের ক্যাকটাস দিয়ে করা হয়েছে বাগান। ছবি: ডেইলিমেইল
ধ্যান বা মেডিটেশনের জন্য বানানো ‘জেন গার্ডেন’-এ রয়েছে হিন্দু দেবতার মূর্তি। ছবি: ডেইলিমেইল
ঠিক পাশের বাড়িটাই আরেক হলিউড তারকা কিয়ানু রিভসের। ছবি: ডেইলিমেইল

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত