করদাতারা জরিমানা ছাড়াই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এই ঘোষণা দিয়েছে।
বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের পক্ষ থেকে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ করার প্রেক্ষিতে এই এক মাস সময় বাড়ানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।
সেখানে বলা হয়েছে, করদাতাদের সুবিধার্তে ব্যক্তি পর্যায়ের কর দাতারা এই সুবিধা পাবেন। কোম্পানি পর্যায়ের করদাতারা এই সুবিধা পাবেন না। অর্থাৎ কোম্পানি পর্যায়ে ৩০ নভেম্বরের মধ্যেই রিটার্ন জমা করতে হবে। তবে জরিমানাসহ এরপরও কোম্পানির আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
এনবিআরের তথ্যমতে, চলতি করবর্ষে ইতোমধ্যে ৩ লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা করেছেন।