Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রিটার্ন দাখিল বাড়লেও কমেছে আয়কর আদায়

কর অঞ্চলগুলোতে গত নভেম্বর মাসে মেলার আবহে আয়কর বিবরণী জমা হয়েছিল।
কর অঞ্চলগুলোতে গত নভেম্বর মাসে মেলার আবহে আয়কর বিবরণী জমা হয়েছিল।
[publishpress_authors_box]

চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আয়কর আয়কর বিবরণী দাখিলের সংখ্যা ৪ শতাংশ বাড়লেও রাজস্ব আয় কমে গেছে ১ দশমিক ৫৪ শতাংশ।

কয়েক দফায় সময় বাড়ানোর পর রবিবার ছিল জরিমানা ছাড়া আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের শেষ দিন। ওই দিনকে আয়কর দিবস হিসাবে পালন করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, আয়কর দিবস পর্যন্ত প্রায় ৩৯ লাখ ৮৬ হাজার ৮২৩ জন আয়করদাতা রিটার্ন দাখিল করেছেন।

এই রিটার্ন দাখিল আগের অর্থ বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরে মোট ৩৮ লাখ ২৯ হাজার ৫০১ জন আয়কর বিবরণী দাখিল করেছিল।

এনবিআরের এক কর্মকর্তা সোমবার সকাল সন্ধ্যাকে বলেন, এবার ব্যক্তি পর্যায়ের আয়কর থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি টাকা। এই অঙ্ক গত অর্থ বছরের তুলনায় ৯৮ কোটি টাকা বা ১ দশমিক ৫৪ শতাংশ কম।

২০২৩-২৪ অর্থ বছরে আয়কর খাত থেকে মোট রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৩৪২ কোটি টাকা।

এনবিআর আনুষ্ঠানিকভাবে হিসাব প্রকাশের আগে ওই কর্মকর্তা সকাল সন্ধ্যাকে তথ্য দিলেও নাম প্রকাশ করতে রাজি হননি।

তিনি বলেন, “আমরাও এবারও হিসাব মেলাতে পারছি না। তবে আমাদের মনে হচ্ছে, গত জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যূত্থানের পর দেশে অর্থনেতিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ার প্রভাব পড়েছে আয়কর খাতের রাজস্ব আহরণে।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি অর্থ বছরের শুরুতে শিল্প খাতে অস্থিরতাও আয়কর আহরণে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

এনবিআর আয়কর নীতি বিভাগের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “আমাদের দেশে সিংহভাগ রাজস্ব আসে অল্প সংখ্যক কিছু লোকের কাছ থেকে। দেশের উচ্চবিত্ত এবং কর্পোরেট খাতের বড় কর্মকর্তা এবং সম্পদের বিপরীতে সবচেয়ে বেশি কর পাওয়া যায়।

“কিন্তু চলতি অর্থ বছরের শুরু থেকেই অর্থনীতিতে কিছুটা অস্থিরতা তৈরি হওয়ায় দেশের শিল্প প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আয় কমে গেছে এবং তারা আয়করও কমিয়ে দিয়েছেন। এরফলে আয়কর আদায় কমেছে।”

তাহলে আয়কর বিবরণী দাখিল বাড়ল কেন- সেই প্রশ্নের উত্তরে অনলাইনের রিটার্ন দাখিলকে কারণ দেখান আলমগীর।

তিনি বলেন, এই বছর অনলাইনে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা থাকায় হয়ত রিটার্ন দাখিল বেশি হয়েছে।

সরকারি সব কর্মকর্তা-কর্মচারী ও বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত কর্মকর্তা-কর্মচারীদের এবার অনলাইনে আয়কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করা হয়।

আলমগীর বলেন, “অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামুলক করা এই শ্রেণীর মানুষের অধিকাংশই ন্যূনতম আয়কর দেন। তাই আয়কর রিটার্ন দাখিল বাড়লেও আদায় বাড়েনি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত