Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি

আইসিসির সিদ্ধান্ত : ভারত পাকিস্তানে খেলবে না, পাকিস্তান ভারতে খেলবে না

india-pakistan
[publishpress_authors_box]

অবশেষে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ঝামেলা মিটল। হাইব্রিড মডেলেই হবে ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতাটি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইসিসি খবরটি নিশ্চিত করেছে। আয়োজক পাকিস্তানই থাকছে, তাদের সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কোন দেশ যুক্ত হচ্ছে, সেটি অবশ্য জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারত, সাফ জানিয়ে দিয়েছিল বিসিসিআই। ওদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) হুমকি দেয়, ভারত তাদের দেশে খেলতে না এলে ভারতে অনুষ্ঠিত কোনও টুর্নামেন্টে তারা অংশ নেবে না। দুই ক্রিকেট বোর্ডের মুখোমুখি এই অবস্থানের সমাধান করেছে আইসিসি। ভারত ও পাকিস্তানের চাওয়া অনুযায়ীই হয়েছে তাদের সিদ্ধান্ত।

বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে চায় না। অন্যদিকে পিসিবিও ভারতে খেলতে রাজি নয়। সেকারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ভারত ও পাকিস্তানে হতে যাওয়া ২০২৭ সাল পর্যন্ত সব টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ভারতের টুর্নামেন্ট পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। একইভাবে পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারত খেলবে দ্বিতীয় কোনও দেশে।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে এই ‘নিয়ম’ কার্যকর হচ্ছে। পাকিস্তানে হতে যাওয়া প্রতিযোগিতাটি হবে হাইব্রিড মডেলে। ভারত খেলবে এখনও চূড়ান্ত না হওয়া নিরপেক্ষ ভেন্যুতে। একইভাবে ২০২৫ সালে ভারতে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের জন্য থাকবে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুবিধা। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতায় পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্ট নিয়ে হাইব্রিড মডেল চূড়ান্ত করার দিনে আরেকটি ঘোষণা দিয়েছে আইসিসি। ২০২৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্টেও হাইব্রিড মডেল প্রয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত