Beta
বুধবার, ৯ জুলাই, ২০২৫
Beta
বুধবার, ৯ জুলাই, ২০২৫

ফলোঅন এড়িয়ে ভারতের উৎসব, ব্যাটের প্রস্তুতি ছিল রাহুলের

AUSvIND
[publishpress_authors_box]

প্যাট কামিন্সের বলে আকাশ দীপের বাউন্ডারির পর ড্রেসিংরুমে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাই ফাইভ করলেন বিরাট কোহলি। গ্যাবার গ্যালারিজুড়ে ভারতীয় সমর্থকরাও মাতলেন উল্লাসে।

কারণ এই বাউন্ডারিতেই ফলোঅন এড়ানোটা নিশ্চিত হয়ে যায় ভারতের। আর আগামীকাল (বুধবার) শেষ দিনে অস্ট্রেলিয়ার জেতাটা প্রায় অসম্ভব। একপ্রকার হারা ম্যাচ ড্র হতে যাওয়াতেই এমন উচ্ছ্বাস ভারতীয়দের।

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৫১। আজ (মঙ্গলবার) চতুর্থ দিন ৬ উইকেটে ১৪১ আর ৭ উইকেটে ১৯৪ রানে পরিণত হয়ে জাগে ফলোঅনের শঙ্কা।

একটা প্রান্ত আগলে রবীন্দ্র জাদেজা খেলেন ৭৭ রানের ইনিংস। তিনি ফেরার পর ফলোঅন মনে হচ্ছিল সময়ের অপেক্ষা।

যাশপ্রীত বুমরা ও আকাশ দীপ শেষ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩৯ রান যোগ করে স্বস্তি ফেরান ভারতীয় সাজঘরে। এড়ান ফলোঅন। আকাশ দীপ ২৭ ও বুমরা অপরাজিত আছেন ১০ রানে।

চতুর্থ দিন শেষে লোকেশ রাহুল দুজনকে প্রশংসায় ভাসিয়ে বলেন ফলোঅনে ব্যাট করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, ‘‘অসাধারণ ব্যাট করেছে দুজন। ছাড়ার বল ছেড়ে গেছে, আমাদের টপ অর্ডারেরও এটা করতে হবে। আমি ব্যাট করার প্রস্তুতিই নিচ্ছিলাম। তবে এখনও কাজ অনেক বাকি।’’

বুধবার পঞ্চম দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিসবেনে। সঙ্গে রয়েছে বন্যার সতর্কতা। তাই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত