জাতীয় দল এখনও দেশেই ফেরেনি অথচ ভারত সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিষয়টি একটু চমকে দেওয়া হলেও সত্যি। ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। তার প্রস্তুতিতে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা।
এই প্রস্তুতিতে অবশ্য সাদা বলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা ফিটনেস ও স্কিল অনুশীলন করেছেন মিরপুরে। মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, জিসান আলম উপস্থিত ছিলেন।
তাদের নিয়ে বিসিবির প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম ক্যাম্প শুরু করেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে সোহেলের অধীনেই কোচিং করেছিলেন লাল বলের ক্রিকেটাররা।
ভারত সিরিজের অনুশীলন শুরুর ব্যাপারে সোহেল জানিয়েছেন, “আমরা সাদা বলে প্রস্তুতি শুরু করেছি। প্রথম দিনে আজ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল। তবে কালও কয়েকজন যোগ দিবেন। ফিটনেস ও স্কিল এ দুটো দিক নিয়েই কাজ করছি। আশা করছি এবারের প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে।”
পাকিস্তান সিরিজ জয়ের কৃতিত্ব দেশী কোচ সোহেল ইসলামকেও দেওয়া হচ্ছে। সিরিজের আগে লাল বলের ক্যাম্পে চট্টগ্রামে টেস্ট খেলা ক্রিকেটারদের নিবিড় অনুশীলন করিয়েছিলেন সোহেল।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ী বাংলাদেশ দল আজ রাত ১১টা এবং ২টায় দেশে ফিরবেন। তিন দিনের বিশ্রাম নিয়ে সাদা বলের ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে।