যুব এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের চোখ এবার বিশ্বকাপে। শিরোপার চ্যালেঞ্জে অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত। শনিবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে সেই ভারতের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ।
টস জিতে বল করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতকে থামিয়েছে ২৫১ রানে। পেসার মারুফ মৃধা নিয়েছেন ৫ উইকেট। ভারতের হয়ে ৭৬ রান আদর্শ সিং আর ৬৪ করেছেন অধিনায়ক উদয় শর্মা।
প্রথম ১০ ওভারেই মারুফ মৃধা ফিরিয়েছিলেন অরশিন কুলকার্নি (৭) ও মুশের খানকে (৩)। তবে আদর্শ ও উদয়ের তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটিতে বড় স্কোরের ভিত পেয়েছিল ভারত। স্কোরটা ৩০০ ছড়ায়নি মারুফেরই দৃঢ়তায়। ৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নেন তিনি। গত এশিয়া কাপ সেমিফাইনালেও ভারতের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ।
১টি করে উইকেট মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর রহমানের। ভারত থামে ৭ উইকেটে ২৫১ রানে।