Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ভারতের শীর্ষ ক্রিকেটারদের ঘরোয়া লিগ খেলতেই হবে

ভারত-৮৯
[publishpress_authors_box]

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কয়েক দফা বলার পরও কাজ হয়নি। রঞ্জি ট্রফিতে খেলছেন না ইশান কিশান। নির্দেশনা মানেননি শ্রেয়াস আইয়ারও। এ কারণে কঠিন হুঁশিয়ারি এলো বিসিসিআই থেকে। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার সচিব জয় শাহ চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ভারতের শীর্ষ সব ক্রিকেটারকে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেট।

ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে লাল বলের ক্রিকেটে অনেক ক্রিকেটারের অনীহা। এজন্য বিসিসিআই প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশনা দিয়েছিল। এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিষিদ্ধ করা হতে পারে, এমন খবরও দিয়েছিল ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এতেও যখন কাজ হলো না, তখন বিসিসিআই সচিব চিঠি ইস্যু করলেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও ‘এ’ দলের সব ক্রিকেটারকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, সবাইকে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। না খেললে সেটির ‘প্রভাব’ পড়বে তাদের ওপর।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটার এই নির্দেশনাযর আওতায়। সেটা এমনকি রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য। জয় শাহ তার চিঠিতে জানিয়েছেন, এখনও ভারতীয় ক্রিকেটে জায়গা পাওয়ার গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো ঘরোয়া ক্রিকেট। ফলে কেউ লাল বলের ক্রিকেট না খেলতে সেটির প্রভাব পড়বে।

ক্রিকেটারদের কাছে পাঠানো চিঠিতে বিসিসিআই সচিব লিখেছেন, “সম্প্রতি ক্রিকেটারদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আমাদের জন্য উদ্বেগের। কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে (লাল বলের ম্যাচ) আইপিএলে অগ্রাধিকার দিচ্ছে। এই বিষয়টি আমাদের কাছে মোটেও প্রত্যাশিত ছিল না।”

চিঠির পরের অংশে লিখেছেন, “ভারতীয় ক্রিকেটের মাপকাঠিতে ঘরোয়া ক্রিকেট সবসময় মূল ভিত্তি। খেলাটির প্রতি আমাদের যে দৃষ্টিভক্তি, সেখান থেকে কখনও এটিকে অবমূল্যায়ন করা হয়নি।”

এরপরই জয় শাহ দিয়েছেন কড়া বার্তা, “ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় পরিষ্কার। ভারতের ক্রিকেটে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করতে হবে। সেখানকার পারফরম্যান্স জাতীয় দল নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। আর ঘরোয়া ক্রিকেটে না খেললে সেটি গুরুতর প্রভাব ফেলবে।”

আপাতত এই বার্তা সবচেয়ে বেশি ‘প্রভাব’ ফেলছে ইশান কিশানের ওপর। এই উইকেটকিপার ব্যাটারকে কয়েক দফা বলার পরও খেলছেন না রঞ্জি ট্রফিতে। আরেক ক্রিকেটার শ্রেয়াস আইয়ারও মানেননি বিসিসিআইয়ের নির্দেশনা। তিনিও রঞ্জিতে খেলছেন না। তবে ভারতীয় মিডিয়ার খবর, এই ব্যাটার চোটের কারণে নেই ঘরোয়া ক্রিকেটে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত