ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে ভারত। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান-ঋষভ পন্তের দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে বড় লিডের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসের শেষটা হলো প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয়ে। এবার ৫৪ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়েছে রোহিত শর্মারা। ফলে সহজ লক্ষ্যই পেয়েছে নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিন টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত মাত্র ৪৬ রানে অলআউট হয়। এরপর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৪০২ রান। দ্বিতীয় ইনিংসে জবাবটা দারুণভাবে দেয় ভারত। টপ অর্ডারের চমৎকার ব্যাটিংয়ে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৪৬২ রান করলেও নিউজিল্যান্ডের লক্ষ্য স্থির হয়েছে মাত্র ১০৭ রানের।
সেই লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৪ বল হতেই শেষ হয়ে গিয়েছে চতুর্থ দিনের খেলা। কোনও রান নিতে পারেনি কিউইরা। কোনও উইকেটও হারায়নি। অর্থাৎ, শেষ দিনে ১০৭ রানের লক্ষ্যে নামবে সফরকারীরা।
নতুন বলে আবারও কুপোকাত ভারতের ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নতুন বলে কিউই পেসারদের সামলাতে পারেনি তারা। এবার দ্বিতীয় নতুন বলে খেই হারিয়েছে। শেষের ভারতের ব্যাটিং দেখলে বোঝার উপায় নেই এই দলটাই সারাদিন শাসন করেছে কিউই বোলারদের। ৩ উইকেটে যারা পেরিয়েছিল ৪০০ রান, সেই তারাই অলআউট হয়ছে ৪৬২ রানে!
সরফরাজ খানের আউটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৫০ রানের চমৎকার ইনিংস খেলে আউট হন সরফরাজ। টিম সাউদির বলে ফেরার আগে ১৯৫ বলের ইনিংসটি সাজান ১৮ চার ও ৩ ছক্কায়।
ওদিকে মাত্র ১ রানের জন্য শতক মিস করেছেন ঋষভ পন্ত। চোটশঙ্কা কাটিয়ে মাঠে নেমে ৯৯ রান করে আউট হয়েছেন তিনি। ১০৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ৫ ছক্কা। তার টেস্ট সেঞ্চুরি ৬টি, কিন্তু রান নব্বই বা বেশি হওয়ার পর আউট হয়েছেন ৭ বার। আরেক ইনিংসে অপরাজিত ছিলেন ৮৯ রানে।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১০ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন স্টিভ ওয়াহ, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার। মাইকেল স্ল্যাটার হয়েছেন ৯ বার। আটবার ‘নড়বড়ে নব্বইয় ‘ আউট হয়েছেন আলভিন কালীচরণ, এবি ডি ভিলিয়ার্স আর ইনজামাম–উল–হক। ৭ বার আউট হয়ে ম্যাথু হেইডেন, অ্যালিস্টার কুকের পাশে বসলেন পন্ত।
পন্ত ফেরার পর শেষ দিকের ব্যাটাররা আর কিছুই করতে পারেননি। ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন লোকেশ রাহুল (১২), রবীন্দ্র জাদেজা (৫) ও রবিচন্দ্রন অশ্বিন (১৫)।
নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুর্ক ৯২ রানে নেন ৩ উইকেট। আরেক পেসার ম্যাট হেনরি ১০২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।
১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বলই খেলতে পারে নিউজিল্যান্ড। এ সময় আলোস্বল্পতায় আম্পায়ার দিনের খেলা বন্ধ করলে অসন্তোষ দেখাচ্ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিসহ অন্য খেলায়াড়রা। তবে এরপর প্রবল বৃষ্টি নামলে আর উপায় ছিল না খেলা শুরুর।