Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

হামজার অভিষেকে ভারতের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ

হামজা চৌধুরীকে সামলাতে ব্যস্ত ভারতীয় ফুটবলার লেস্টন কোলাসো। ছবি: সংগৃহীত
হামজা চৌধুরীকে সামলাতে ব্যস্ত ভারতীয় ফুটবলার লেস্টন কোলাসো। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি রাঙাতে দিলেন না মজিবুর রহমান জনি। মঙ্গলবার রাতটা নিশ্চয় জনির জন্য হয়ে থাকবে আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পুরো ৩ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারতো বাংলাদেশ। কিন্তু শুধুই কি মজিবুর রহমান জনি? তার সঙ্গে তাল মিলিয়ে যেন গোল মিসের মহড়ায় নামলেন রাকিব হোসেন মোহাম্মদ হৃদয়, ফয়সাল আহমেদ ফাহিম।

আর এত এত গোল মিসের মহড়ায় শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি বাংলাদেশ খেলবে হোম ভেন্যুতে।

এটা সত্যি যে প্রত্যাশায় হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দর্শকেরা দেখতে চেয়েছিলেন সেটা যেন অনেকাংশেই পূরণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। যখনই প্রয়োজন হয়েছেন মাঝ মাঠ মাতিয়েছেন। প্রয়োজনে আবারও দৌড়ে এসে বক্সে ঢুকে অসাধারণ ট্রেডমার্ক স্লাইডিং ট্যাকল করেছেন। বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের রক্ষণকে। মাঝে মধ্যে নিঁখুত থ্রু কিংবা সেট পিস থেকে শট নেওয়ার প্রচেষ্টা তো ছিলই। এমনকি সুনীল ছেত্রীর ভয়ঙ্কর হেডেও সামনে এসে দাঁড়িয়েছেন হামজা।

ম্যাচ শেষে অবশ্য হাসি মুখেই মাঠ ছাড়লেন হামজা। যেন মনে মনে বলেছেন, যাক অন্তত বাংলাদেশের জার্সিতে অভিষেকটা বাজেভাবে হয়নি। হামজার উজ্জ্বল দিনে নিষ্প্রভ ছিলেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রী। যত বার এর আগে বাংলাদেশের হৃদয় ভেঙেছেন তিনি, সেই সুযোগ এবার পাননি। পুরো ম্যাচে তাকে বোতলবন্দী করে রাখেন বাংলাদেশের ফুটবলাররা। আরও স্পষ্ট করে বললে তাকে সেই সুযোগ দেননি হামজা চৌধুরী। ম্যাচের ৮৪ মিনিটে যখন সুনীল ছেত্রীকে তুলে নিলেন ভারতের কোচ মানোলা মারকেস চেহারায় ছিল বিমর্ষতার ছোঁয়া।

এই ম্যাচে অবশ্য খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের শেখ মোরসালিনকেও।

প্রথমার্ধে বরং বাংলাদেশ আধিপত্য দেখিয়ে খেলেছে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একটু ধীরলয়ে খেলেছে। যে কারণে আক্রমণে বেশি ওঠার সুযোগ পেয়েছে ভারত। এবং গোলপোস্টে ১০টি শট নিয়েও গোল পায়নি। কিন্তু বাংলাদেশও ৮টি শট নিয়েও কোনও গোল করতে পারেনি।   

যদিও ম্যাচের স্কোরলাইনটা এমন নাও হতে পারতো। হতে পারতো এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের প্রথমার্ধে ভারতের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে থেকেই মাঠ ছাড়ছে। স্তব্ধ করে দিতে পারতো শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের উপচে পড়া দর্শকদের। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। আরও স্পষ্ট করে বললে দুর্ভাগ্য মজিবুর রহমান জনির।

সুনীল ছেত্রীকে বেশিরভাগ সময় এভাবে দেখা গেছে।

ম্যাচ শুরুর পরেই ৩০ সেকেন্ডের হামজা চৌধুরীর চমৎকার ক্রস। ভারতের গোলরক্ষক মিসেল কেইথ ভুল করে বল তুলে দেন জনির পায়ে। কিন্তু বলটা জালে জড়াতে পারলেন না তিনি। এরপর ৪১ মিনিটে রাহুল ভেকেকে টপকে বেরিয়েও গিয়েছিলেন। কিন্তু এবারও ব্যর্থ। বল পায়ে জড়িয়ে পড়ে গেলেন বক্সের মধ্যে!

র‌্যাঙ্কিংয়ে ও কাগজে কলমে এগিয়ে থাকা ভারত যেন পাহাড়সমান চাপ নিয়ে খেলা শুরু করে। যেখানে ভারতের অবস্থান ১২৬। বাংলাদেশের ১৮৫। সেই হিসেবে ভারতের চেয়ে বরং আধিপত্য নিয়েই শুরুতে খেলে বাংলাদেশ। যদিও ২১ মিনিটে আরেকটা সুযোগ পেয়েছিলেন শাহরিয়ার ইমন। মোরসালিনের ক্রসটা কাজে লাগাতে পারেননি। উল্টো তপু বর্মণের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তপু। তার বদলি মাঠে নামেন রহমত মিয়া নামলেন। আর্ম ব্যন্ড খুলে রহমত মিয়ার হাতে তুলে দেন তপু।

অবশ্য ২৬ মিনিটে বাম প্রান্ত দিয়ে রাকিব দুর্দান্তভাবে বক্সে ঢোকার চেষ্টা করেন। তাকে থামিয়ে দেন রাহুল ভেকে। হামজার কর্ণারে অবশ্য গোল হয়নি।

একটু একটু করে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করেছে। তাদের প্রথম ভয়ঙ্কর আক্রমণটা হয়েছে ৩১ মিনিটে। প্রতি আক্রমণ থেকে প্রথমে উদান্তা সিংয়ের হেড ঠেকিয়ে দেন মিতুল মারমা। এরপর ফারুকও বক্সের মধ্যে বল পেয়েও মিতুলের হাতে তুলে দেন।

যদিও ভারত প্রথম অন টার্গের শট নেয় ২৮ মিনিটে। ভারতের লেস্টন কোলাসোর শট মিতুল মারমা সহজেই ধরে ফেলেন।

বিরতিতে যাওয়ার ৯ মিনিট আগে জনি পেয়েছিলেন সুবর্ণ সুযোগ। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন কোথায়?

বিরতির পরও আর গোল পায়নি দুই দলের কেউ।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত