Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ভারতে কমিশনারের পদত্যাগ ভোটের তফসিলে ফেলছে প্রভাব

Goel
[publishpress_authors_box]

ভারতে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের হঠাৎ পদত্যাগের ঘটনায় লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় পেছাতে পারে। ফলে নির্বাচন নির্ধারিত সময়ে নাও হতে পারে, এমন শঙ্কা দেখা দিয়েছে।

লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক দিন আগেই গত শনিবার পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল।

দেশটির আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তাৎক্ষণিকভাবে গোয়েলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এনডিটিভি বলছে, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে পদত্যাগ না করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপরেও গোয়েল ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন।

মোদী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, গোয়েলের স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত গুজব ভিত্তিহীন। তিনি সম্পূর্ণ সুস্থ। তার পদত্যাগের পেছনে অন্য কোনও কারণ রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র বলছে, প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার ও গোয়েলের মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ ছিল।

তিন সদস্যের সমন্বয়ে গঠিত ভারতের নির্বাচন কমিশনে ইতিমধ্যেই একটি পদ খালি ছিল। গোয়েলের পদত্যাগের ফলে এখন শুধু রাজিব কুমারই নির্বাচন কমিশনে অবশিষ্ট রইলেন।

১৯৮৫ সালের পাঞ্জাব ক্যাডারের আইএএস কর্মকর্তা অরুণ গোয়েল ২০২২ সালের নভেম্বরে নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত আমলা।

আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে গোয়েলের অপ্রত্যাশিত পদত্যাগের ফলে পূর্বে ধারণা করা সময়সীমা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এখন কী হবে

নতুন নির্বাচন কমিশনার নিয়োগের কাজটি করে একটি অনুসন্ধান কমিটি। এর নেতৃত্বে থাকেন আইনমন্ত্রী। তার সঙ্গে থাকেন দুই কেন্দ্রীয় সচিব। কমিটির কাজ হলো পাঁচজন প্রার্থীর নাম বাছাই করা।

এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে। কমিটিতে প্রধানমন্ত্রীর মনোনিত একজন কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা অথবা একক বৃহত্তম বিরোধী দলের নেতা থাকেন।

রাষ্ট্রপতি নির্বাচন কমিটির সুপারিশ করা প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বা নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য যে, গত বছরের শেষের দিকে ভারতের শীর্ষ নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছিল। এটি গোয়েলের পদত্যাগের পূর্বে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। সংশোধিত পদ্ধতির অধীনে, ভারতের প্রধান বিচারপতিকে বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছিল।

ভারতের নির্বাচন কমিশনের কার্যালয়।

কে কী বলছে

প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সোশাল মিডিয়ায় গোয়েলের আচমকা পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, বর্তমান পরিস্থিতি নির্বাচন কমিশনকে ‘ইলেকশন অমিশন’ বলা যাবে কিনা।

সোশাল মিডিয়া এক্সে তিনি বলেন, “নির্বাচন কমিশন, নাকি নির্বাচন অমিশন? লোকসভা নির্বাচন ঘোষণার মাত্র কয়েকদিন বাকি থাকতে ভারতে এখন মাত্র একজন নির্বাচন কমিশনার আছেন। কেন?

“যেমনটা আমি আগেই বলেছি, যদি আমরা আমাদের স্বাধীন প্রতিষ্ঠানগুলির পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ বন্ধ না করি, তাহলে আমাদের গণতন্ত্রকে একনায়কতন্ত্র দখল করবে।”

তিনি আরও বলেন, “যেহেতু নির্বাচন কমিশনার বাছাইয়ের নতুন প্রক্রিয়া এখন কার্যকরভাবে ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিয়েছে, তাহলে পরবর্তী মেয়াদ শেষ হওয়ার ২৩ দিন পরেও কেন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়নি? মোদী সরকারকে এই প্রশ্নের উত্তর এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে।”

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও খার্গের মতোই উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশের জন্য গভীর উদ্বেগের যে, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল লোকসভা নির্বাচনের আগে পদত্যাগ করেছেন।”

নির্বাচন কমিশনে সরকারি প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেণুগোপাল। তিনি উদাহরণ হিসেবে ২০১৯ সালের নির্বাচনে আশোক লাভাসার ভিন্নমত ও পরবর্তী তদন্তের কথা উল্লেখ করেছেন। লাভাসা সর্বশেষ লোকসভা নির্বাচনে বিভিন্ন মডেল কোড লঙ্ঘন নিয়ে মতানৈক্য না হওয়ায় পদত্যাগ করেছিলেন।

গোয়েলের পদত্যাগের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা শশি থারুর এক্সে লেখেন, “প্রতিষ্ঠানগুলো আমাদের গণতন্ত্রকে শক্তি দেয়। তা পার্লামেন্ট হোক, স্বাধীন নির্বাচন কমিশন হোক, তদন্ত সংস্থা হোক বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই সব প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত মোদীর অধীনে তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।”

তৃণমূল কংগ্রেসের নেতা এক্সে লেখেন, “হঠাৎ করেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন। অন্য নির্বাচন কমিশনারের পদটিও খালি। ফলে এখন নির্বাচন কমিশনে শুধুমাত্র একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রয়েছেন।”

তথ্যসূত্র : এনডিটিভি, এক্স

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত