ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পরই দেশটির শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ভারতের শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান মূল্যসূচক সেনসেক্সের পতন হয়েছে প্রায় ৪ দশমিক ২৫ শতাংশ বা ৩ হাজার ২৬৫ পয়েন্ট।
একই সময়ে এনএসই নিফটি সূচকের পতন হয়েছে ৫ দশমিক শূন্য ৭ শতাংশ বা ১ হাজার ১৭৮ পয়েন্ট।
আনন্দবাজার বলছে, মঙ্গলবার দিনের লেনদেন শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় ২০ লাখ কোটি রুপি।
গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট হয়েছে ১ জুন। এর তিন দিন পর মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা।
এনডিটিভি লাইভ আপডেটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৬টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৭টি আসনে। অন্য দলগুলো এগিয়ে ২০ আসনে।
বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠ আসনের ভোট গণনায় এগিয়ে থাকলে তারা নির্বাচনে জিততে যাচ্ছে—এমন কথা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনও। এছাড়া বিজেপি জোট এগিয়ে থাকলেও বুথ ফেরত জরিপে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার চেয়ে তারা অনেক পিছিয়ে।
এসব বিষয় মঙ্গলবার দিনের শুরুতে ভারতের শেয়ারবাজারে বড় ধসের পেছনে প্রভাব রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পর দেশটির শেয়ারবাজারে প্রথম দিনের লেনদেনে সোমবার সূচকের উত্থান হয়েছিল নজিরবিহীনভাবে। সেনসেক্স সূচক ৭৬ হাজার পয়েন্টে গিয়ে শেষ করেছিল দৌড়। নিফটি সূচকও ৭৩৩ পয়েন্ট বেড়ে পা রেখেছিল ২৩ হাজার পয়েন্টে। দুটি সূচকই গত তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে সোমবার। বিনিয়োগকারীরা ঘরে তোলেন ১৪ লাখ কোটি রুপির শেয়ার সম্পদ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথ ফেরত জরিপের প্রভাবেই ঊর্ধ্বমুখী হয়েছিল সেনসেক্স ও নিফটি।
শেয়ারবাজার বিশেষজ্ঞ কমল পারেখ আশঙ্কা প্রকাশ করেছিলেন, সোমবারের ব্যাপক উত্থানের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে শেয়ারবাজার। বুথ ফেরত জরিপের সঙ্গে ভোট গণনার ফল না মিললে পতন হবে।
কমল পারেখের সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে কি না—মঙ্গলবার এমন প্রশ্নও উঠছে।
গত শনিবার ভারতের লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণের পরই শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ।
সব জরিপেই বিজেপি ও এনডিএ ৩৫৯ থেকে ৩৯৫ আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১২৫ থেকে ১৬১ আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়।
কিন্তু ভোট গণনা শুরুর পর দেখা যাচ্ছে, বুথ ফেরত জরিপে যে আভাস দেওয়া হয়েছিল, তার চেয়ে ভালো অবস্থায় আছে কংগ্রেস জোট।