Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইংল্যান্ডকে থামিয়ে ভারতের ‘বাজবল’

ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে যশস্বী জয়সওয়াল। ছবি: টুইটার
ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে যশস্বী জয়সওয়াল। ছবি: টুইটার
[publishpress_authors_box]

“ইংল্যান্ড বাজবল খেললে আমাদেরই সুবিধা হবে।”- হায়দরাবাদ টেস্ট শুরুর আগে কথাটা বলেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে ভারতীয় স্পিনাররা এমন বল করলেন যে, আগ্রাসী হওয়ার সুযোগই পাননি ইংলিশ ব্যাটাররা। তাদের অল্পকে অলআউট করে উল্টো ভারতই শুরু করে ‘বাজবল’!

আজ (বৃহস্পতিবার) রাজীব গান্ধী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। তিন স্পিনার- রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৪৬ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ভারত। যশস্বী জয়সওয়ালের ঝড়ো ব্যাটিংয়ে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ২৩ ওভারে ১ উইকেটে ১১৯ রান।

ভারতের বাজবল

ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে খেলাচ্ছেন নতুন কৌশলে। মাঠে সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে খেলা এই ধাঁচের ক্রিকেটকে ডাকা হচ্ছে ম্যাককালামের ডাকনাম ‘বাজবল’ নামে। ভারতের কন্ডিশনে এসে ইংল্যান্ডের এই ধরনের ক্রিকেট কতটা খাটবে, সেই আলোচনা কয়েকদিন ধরে। ভারত কি বাজবলের জবাবে বাজবল খেলবে- এমন প্রশ্নে রোহিতের বক্তব্য ছিল, “প্রতিপক্ষের খেলার ধরনে আমরা আগ্রহী নই।”

যদিও হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ে বাজবলেরই ছাপ। ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে মাঠে নামেন রোহিত ও জয়সওয়াল। শুরু থেকেই তাণ্ডব চালান তারা। বিশেষ করে, জয়সওয়াল ছিলেন ভয়ঙ্কর। ইংলিশ স্পিনার টম হার্টলির বল একের পর করেছেন সীমানাছাড়া। রোহিতও সমানতালে ব্যাট চালিয়েছেন। ফলে মাত্র ৩৯ বলেই ভারতের স্কোর ৫০ ছাড়ায়, ১১৫ বলে আসে ১০০ রান।

জয়সওয়াল-ঝড়

২২ বছর বয়সী জয়সওয়াল মাত্র পঞ্চম টেস্টে নেমেছেন। তার ব্যাটিং দেখে সেটি বোঝার উপায় নেই। ক্রিজে এসে ব্যাট চালিয়েছেন টি-টোয়েন্টি ধাঁচে। ডাউন দ্য উইকেটে এসে কিংবা আপার কাটে বাউন্ডারি হাঁকানোর শট ছিল দেখার মতো। ৪৭ বলে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। আর দিনশেষে অপরাজিত ৭৬ রানে। ৭০ বলের ইনিংসটি তিনি সাজান ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন শুভমান গিল (১৪*)।

ভারত শুধু হারিয়েছে রোহিতের উইকেট। এই ওপেনারও ছিলেন আগ্রাসী। হাতখুলে খেলেছেন এক-একটি শট। তেমনই একটি শট খেলতে গিয়ে ধরা পড়েন বেন স্টোকসের হাতে। জ্যাক লিচের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ভারতীয় অধিনায়ক ২৭ বলে করেন ২৪ রান।

নড়বড়ে ইংল্যান্ড

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা মন্দ ছিল না। বেন ডাকেট (৩৫) আউট হওয়ার আগে জ্যাক ক্রলির সঙ্গে মিলে যোগ করেন ৫৫ রান। এরপরই আসা-যাওয়ার মিছিল। ওলি পোপ (১) এসেই ফিরে যান। খানিক পর ক্রলিও (২০) তার সঙ্গী।

জো রুট (২৯) ও জনি বেয়ারস্টো (৩৭) চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। বেন ফকসও (৪) ফিরে যান দ্রুত। সতীর্থদের ব্যর্থতার ভিড়ে ব্যতিক্রম ছিলেন শুধু বেন স্টোকস। দাপুটে ব্যাটিংয়ে ইংলিশ অধিনায়ক করেন ৭০ রান। ৮৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজানো তার ইনিংসের কল্যাণেই ইংল্যান্ডের স্কোর যায় ২৪৬ পর্যন্ত।

ভারতের সবচেয়ে সফল বোলার অশ্বিন। ডানহাতি স্পিনার ৬৮ রানে নেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট জাদেজার। আর দুটি করে উইকেট পেয়েছেন আরেক স্পিনার অক্ষর ও পেসার জসপ্রিত বুমরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত