Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ভারতে ভোটের অধিকার থাকায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি : ফখরুল

প্রেস ক্লাবে জাতীয়তাবাদী উলামা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সকাল সন্ধ্যা
প্রেস ক্লাবে জাতীয়তাবাদী উলামা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ভারতের জনগণের ভোটের অধিকার আছে আর সে কারণেই বলেই নরেন্দ্র মোদীর দল তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলছেন, বাংলাদেশের মানুষের এই ভোটাধিকার নেই। আন্দোলনের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই কিন্তু জনগণ অন্তত নরেন্দ্র মোদীর তিনবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা-ভাবনা সেইটাকে রোধ করে দিয়েছে। আজকে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পাচ্ছে না।”

এই প্রসঙ্গে বাংলাদেশের নির্বাচনের কথা চানেন বিএনপি মহাসচিব। বলেন, “বাংলাদেশে যে দানব গত ১৫ বছর ধরে আমাদের ঘরের মধ্যে, বুকের মধ্যে চেপে বসে আছে, নির্বাচনী ব্যবস্থা ধবংস করে দিয়েছে, সব অর্জন ধবংস করে দিয়েছে…তাকে সরাতে না পারলে আমাদের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না।

“আমাদের ভোটের অধিকার নেই, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। মানুষজন ভোট দিয়ে ‍যাতে তার নিজস্ব পছন্দমত প্রতিনিধি নির্বাচিত করতে পারে তার ব্যবস্থা করতে হবে।”

দেশের মানুষকে ‘মুক্ত করতে’ সংগ্রামে অংশ নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজের বক্তব্যে ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন ১৫৪টি নদীর হিস্যা, তিস্তা নদীর পানি বন্টন সদস্যা, সীমান্ত হত্যা বন্ধে সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। 

উলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ কাজী আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত