Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ভারতে তীব্র তাপপ্রবাহে মৃত্যু বেড়ে ২১১

India_Heatwave
[publishpress_authors_box]

ভারতের বিহার, ওড়িশা, মধপ্রদেশ ও উত্তর প্রদেশে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। রবিবার ২৪ ঘণ্টায় শুধু ওড়িশা রাজ্যেই মারা গেছে ৪৫ জন। এ নিয়ে ওড়িশায় ১৪১ জনের মৃত্যু হলো।

ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট শেষ হয়েছে গত শনিবার। সেদিন শুধু উত্তর প্রদেশেই তীব্র দাবদাহের ফলে হিটস্ট্রোকে ৩৩ জন নির্বাচন কর্মীর মৃত্যু হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে গত প্রায় এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। এতে দিল্লিসহ বিভিন্ন শহর ও জনপদের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমনকি শনিবার উত্তর প্রদেশের বালিয়া শহরে তাপমাত্রা ৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

তবে, রবিবার ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা নামবে।

রবিবারও বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কিছুটা কমেছে। পূর্ব মধ্যপ্রদেশে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস, ওড়িশার ভেতর দিকে, বিদর্ভ এবং পাঞ্জাবের কিছু অংশে ২-৩ ডিগ্রি সেলসিয়াস এবং হরিয়ানা ও পশ্চিমের কিছু অংশে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। উত্তরপ্রদেশ,পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানেও তাপমাত্রা কমেছে এবং আরও কমতে পারে।

রবিবার দেশটির উত্তরপ্রদেশের ফতেহপুর ছিল সবচেয়ে বেশি উষ্ণ। এদিন সেখানকার তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হরিয়ানার সিরসা এবং রাজস্থানের গঙ্গানগরে ৪৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, উত্তর প্রদেশের ঝাঁসি ও কানপুরে ৪৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং মধ্যপ্রদেশের পৃথ্বীপুর এবং হরিয়ানার ভিওয়ানিতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগামী তিন দিনে হালকা বৃষ্টিতে ভারতজুড়ে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ভারতে গ্রীষ্মে তীব্র গরম নতুন কিছু নয়। কিন্তু বছরের পর বছর ধরে চলা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবদাহ আরও দীর্ঘ, ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত