আইসিসির টুর্নামেন্টে ভারত কি বাড়তি সুবিধা পায়? গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রবলভাবে উঠেছিল প্রশ্নটা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ভারত যে করেই হোক গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলতে চেয়েছিল। কারণ, গায়ানার ম্যাচের সময়ে ভারতীয় সমর্থকদের খেলা দেখতে সুবিধা হওয়ার কথা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
এবারের হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত দুবাইয়ের বাইরে কোনো ম্যাচ খেলেনি। অথচ নিউজিল্যান্ড ভ্রমণ করেছে ৭ হাজার কিলোমিটারের বেশি। এ নিয়ে সমালোচনা করেছেন নাসের হুসেইন, ভিভ রিচার্ডসরা। এবার আইসিসিকে ধুয়ে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যান্ডি রবার্টসও।
ভারতীয় দৈনিক ‘মিড ডে’কে দেওয়া সাক্ষাৎকারে বললেন,‘‘কিছু একটা করা দরকার এই ব্যাপারে। সবকিছু তো ভারত পেতে পারে না। কখনো কখনো ভারতকে না বলা উচিত আইসিসির। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালের ভেন্যু তারা আগেই জেনে গিয়েছিল।’’
৪৭ টেস্টে ২০২ উইকেট নেওয় রবার্টসের কাছে মনে হয়েছে ভারতীয় বোর্ডেরই আরেকটা সংস্করণ আইসিসি, ‘‘ভারতকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভ্রমণই করতে হর না। কোনো টুর্নামেন্টে একটা দল ভ্রমণ না করে কীভাবে পারে। আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড।’’
ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারতে। এজন্যই ভারতের চাওয়ার কাছে আইসিসি নতজানু থাকে বলে মনে করেন রবার্টস। এর একটা উদাহরণ দিয়ে তিনি বললেন, ‘‘সবকিছু ভারতই নিয়ন্ত্রণ করছে। ভারত যদি আগামীকাল বলে, শুনুন নো বল আর ওয়াইড রাখার দরকার নেই- ভারতকে সন্তুষ্ট করতে আইসিসি কিছু একটা করে ফেলবে বলে মনি করি আমি।’’