Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ব্যাটিং ধসে সিরিজ হারের শঙ্কায় ভারত

kohli-rohit
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ভারতের ব্যাটিং লাইনআপ বরাবরই বিশ্বের অন্যতম সেরা। বর্তমান দলেও একঝাঁক তারকা খেলোয়াড়। রোহিত শর্মা-বিরাট কোহলির মতো অভিজ্ঞদের সঙ্গে রয়েছেন শুবমান গিল-যশস্বী জয়সওয়ালদের মতো তরুণ ব্যাটাররা। তাতেও ব্যাটিং ধস থামছে না। পুনে টেস্টে আরেকবার ব্যাটারদের ব্যর্থতায় একযুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের শঙ্কা উঁকি দিচ্ছে ভারতকে।

পুনে টেস্টের প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে গেছে রোহিত শর্মারা। মিচেল স্যান্টনারের দুর্দান্ত বোলিংয়ে ১০৩ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়েছে। দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৫৩ ওভারে ৫ উইকেটে ১৯৮। লিড নিয়েছে ৩০১ রানের।

৫ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে নিউজিল্যান্ড। বলার অপেক্ষা রাখে না তাদের লিড আরও বাড়বে। পুনের উইকেটে যেভাবে স্পিন ধরছে, তাতে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা ভারতের জন্য বেশ কঠিনই। যখন কিনা বারবার ব্যাটিং ধস হচ্ছে দলটির। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত খেলা তিন ইনিংসেই ব্যাটিং বিপর্যয় হয়েছে দলটির। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করলেও শেষ ৭ উইকেট হারিয়েছিল ৫৪ রানে। আর এবার প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৫৬ রানে।

নিউজিল্যান্ডের লিড এখনই ৩০০’র ওপরে। সাম্প্রতিক সময়ের ব্যাটিং চিত্র পাল্টাতে না পারলে আরেকটি হারই অপেক্ষা করতে ভারতের জন্য। আর সেটি হলে একযুগ পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারবে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বেঙ্গালুরুতে ৮ উইকেটে হেরেছে স্বাগতিকরা। কিউইরা পুনে টেস্ট জিতে নিলে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবে ২-০ ব্যবধানে।

সবশেষ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেবার ইংলিশরা চার টেস্টের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

১ উইকেটে ১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। জয়সওয়াল (৩০) ও গিলের (৩০) ব্যাটে ছিল প্রতিরোধের ইঙ্গিত। তবে সেটা বেশিক্ষণ টিকেনি। তাদের জুটি ভাঙার পর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলি আউট হন মাত্র ১ রানে। দলীয় সর্বোচ্চ ৩৮ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। স্যান্টনার একাই গুঁড়িয়ে দিয়েছেন ভারতকে। বাঁহাতি স্পিনার ৫৩ রান দিয়ে নেন ৭ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টম ল্যাথামের হাফসেঞ্চুরিতে বড় লিডের পথে নিউজিল্যান্ড। ল্যাথাম খেলেন ৮৬ রানের ইনিংস। উইল ইয়ং ২৪ ও ড্যারেল মিচেল আউট হয়েছেন ১৮ রানে। তৃতীয় শুরু করবেন টম ব্লান্ডেল (৩০*) ও গ্লেন ফিলিপস (৯*)।  

দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে উঠেছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া এই স্পিনার ৫৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত