নিউজিল্যান্ডের কাছে রেকর্ড লজ্জায় টেস্ট সিরিজ হারিয়ে ভারতের এখন সম্মান রক্ষার লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই চ্যালেঞ্জে বোলাররা এগিয়ে এসেছেন ভালো ভাবে। সফরকারীদের প্রথম ইনিংসে মাত্র ২৩৫ রানে থামানো গেছে।
এবার ব্যাটারদের বড় রান করে বিপক্ষের ওপর চাপ তৈরি করার পালা। সব কিছু ঠিকঠাক চলছিলে। কিন্তু শেষ বিকেলে মুহূর্তেই ছন্দ হারিয়ে একেবারে ব্যাকফুটে ভারত। মাত্র ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে তারা। ১ উইকেটে ৭৮ রান থেকে ভারত ৩ উইকেটে ৮৬ রানে দিন শেষ করেছে। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ১৪৯ রানে পিছিয়ে কিউইরা।
অনেকদিন ধরেই নিজেকে খুঁজে ফিরছেন বিরাট কোহলি। আগের টেস্টে মিচেল স্যান্টনারের বলে স্কুল ক্রিকেটারের মতো ভুল শটে আউট হয়েছেন। এবারও একই রকম ভুলে ফিরেছেন দ্রুত। পার্টনারের সঙ্গে সঠিক যোগযোগের অভাবে ভুল দৌড় দিয়ে রান আউট হয়েছেন কোহলি। তার ইনিংস টিকেঠে মাত্র ৬ বল (৪ রান)।
কোহলির আগে নাইটওয়াচম্যান হিসেবে নামা মোহাম্দ সিরাজ মুখোমুখি হওয়া এজাজ প্যাটেলের প্রথম বলেই এলবিডব্লিউ হয়েছেন। আর দলীয় ২৫ রানে রোহিত শর্মার (১৮) বিদায়ের পর ৫৩ রানের জুটি ভাঙ্গে জশশ্বী জয়সওয়ালের (৩০) বিদায়ে। উইকেটে অপরাজিত আছেন ৩১ রান করা শুবমান গিল ও ১ রান করা ঋষভ পান্ত।
এর আগে রবীন্দ্র জাদেজার ৫ ও ওয়াশিংটন সুন্দরের ৪ উইকেটে বড় স্কোর গড়তে পারেনি কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে ড্যারেল মিচেল ৮২ ও উইল ইয়ং ৭১ রান করেন।
সিরিজের প্রথম দুই টেস্ট হারায় চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বড় ক্ষতি হয়েছে ভারতের। এই টেস্ট হেরে গেলে ভরাডুবি হবে আরও। তালিকায় ১৩ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও গত দুই হারে পয়েন্টের শতকরা কমেছে ভারতের।
১২ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্টের শতকরা কমে কাছাকাছি চলে এসেছে ভারতের। বর্তমানে তাদের ৬২.৮২ ও অস্ট্রেলিয়ার ৬২.৫০।