দেশের মাটিতে এমন ভারতকে কখনও দেখা যায়নি। ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা কয়েকবার আছে তাদের। তবে মাত্র ৪৬ রানে গুটিয়ে যাওয়ার ইতিহাস কখনও ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে এই লজ্জাই বরণ করতে হয়েছে রোহিত শর্মাদের। বোলিংয়ে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়েও দুর্দান্ত দিন পার করেছে কিউইরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরুর টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান। ভারতের চেয়ে এরই মধ্যে তারা এগিয়ে গিয়েছে ১৩৪ রানে।
যে পিচে নিউজিল্যান্ডের পেসাররা তাণ্ডব চালিয়েছেন, একই পিচে নিষ্প্রভ ভারতীয় ফাস্ট বোলাররা। কিউইদের হারানো তিনটি উইকেটই স্পিনারদের। তাছাড়া ভারতীয় ব্যাটারদের কঠিন সংগ্রাম করা উইকেটেই আগ্রাসী ব্যাটিং করেছেন ডেভন কনওয়ে। ওপেনার সঙ্গী টম ল্যাথামের সঙ্গে তিনি গড়েন ৬৭ রানের জুটি। ভারতের প্রথম ইনিংসের চেয়ে ২১ রান বেশি।
১৫ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ল্যাথাম। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে কনওয়ে পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। যদিও পারেননি। ৯১ রান করে আউট হয়েছেন বাঁহাতি ব্যাটার। রবিচন্দ্রন অশ্বিনকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হওয়ার আগে ১০৫ বলের ইনিংসটি তিনি সাজান ১১ চার ও ৩ ছক্কায়। তার আগে ৩৩ রান করে ফিরে যান উইল ইয়াং।
দিনের বাকি সময়টা পার করেছেন রাচিন রবীন্দ্র (২২*) ও ড্যারেল মিচেল (১৪*)।
ভারতের কন্ডিশনে স্পিনাররা সাধারণত বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বেঙ্গালুরু টেস্টে ভারতের একাদশ দেখলেও সেটির ইঙ্গিতই মেলে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। অথচ পেস ঝড়ের এক ঝলকই দেখা মিলল বৃহস্পতিবার। কিউই পেসারদের তাণ্ডবে দেশের মাটিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে ভারত।
বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিন টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত অকল্পনীয় এক ইনিংস দেখল। নিউজিল্যান্ডের পেসারদের সামনে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে রোহিত শর্মারা। টেস্টে দেশের মাটিতে এটাই ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড। দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানের।
একটুর জন্য লাল বলের ক্রিকেটে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবতে হয়নি ভারতকে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ৩৬ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটা তাই অক্ষুণ্ণ থাকল।
আসা-যাওয়ার খেলায় মেতেছিলেন ভারতীয় ব্যাটাররা। কেউই কিছু করতে পারেননি। আসলে ৪৬ রানে অলআউট হওয়ার স্কোরই বলে দেয় কী অবস্থা ছিল রোহিতদের। শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার- বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
শুভমান গিল নেই এই টেস্টে। তার জায়গায় তিনে ব্যাটিংয়ে নেমেছিলেন কোহলি। আট বছর পর এই পজিশনে ফিরে শূন্য রানে বিদায় নিয়েছেন তিনি। তার চার নম্বর জায়গা নেওয়া সরফরাজেরও একই পরিণতি।
ভারতীয় ব্যাটারদের দুর্দশার দিনে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল দুজন। ঋষভ পন্ত করেছেন দলীয় সর্বোচ্চ ২০ রান। অন্যদিকে ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে আসে ১৩ রান।
ভারতকে গুঁড়িয়ে দিতে নিউজিল্যান্ডের তিন পেসারই যথেষ্ট ছিলেন। সবচেয়ে বেশি বারুদে ছিলেন ম্যাট হেনরি। ১৩.২ ওভারে ৩ মেডেনসহ ১৫ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। টেস্টে কিউই বোলার হিসেবে সবচেয়ে কম খরুচে বোলিং ফিগার এখন এটিই।
ভারতের ১০ উইকেটর সবক’টি নিয়েছেন নিউজিল্যান্ডের পেসাররা। হেনরিরে সঙ্গে জ্বলে উঠেছিলেন উইলিয়াম ও’রুর্ক। এই পেসার ১২ ওভারে ৬ মেডেনসহ ২২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আরেক পেসার টিম সাউদি ৬ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ১ উইকেট।