আইসিসি টুর্নামেন্টে দাপটই চলছে ভারতের। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর নিয়মিতই নকআউট খেলছে তারা। নিউজিল্যান্ডও তাই। ওয়ানডে বিশ্বকাপে দুবার টানা ফাইনাল খেলেছে তারা।
ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফিতেও ফাইনালে দুই দল। আজ (রবিবার) দুবাইয়ে শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত আর মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে কিউইদের হারালেও ফাইনাল যে অন্য উচ্চতার খেলা জানা আছে ভারতেরও। তাই জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
ফাইনালে লড়াইয়ের ভেতর লড়াই আছে অনেক। এর একটি ম্যাট হেনরি ও শুবমান গিলের। চার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন হেনরি। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছিলেন। হেনরির উপরে দায়িত্ব থাকবে শুবমানকে আটকানোর। এ বছর দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন গিল। গ্রুপ পর্বের ম্যাচে হেনরি আউট করেছেন শুবমানকে। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে হেনরির গড়ও ভাল। ৮৯টি ইনিংসে ১১৩ জন ডানহাতি ব্যাটারকে আউট করেছেন তিনি। শুবমান, রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য তাই চ্যালেঞ্জ হবেন গিল।
এই ম্যাচ শেষে কি অবসর নিচ্ছেন রোহিত শর্মা? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শুবমান গিল বলেছিলেন, ‘‘এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা ভাবছেন। আমাদের কালকের (ফাইনাল) ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’’
‘কালকের (ফাইনাল) ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন’-এমন জবাবে মনে হতেই পারে রোহিত হয়তো শেষবার নামছেন ভারতের জার্সিতে। তাই বিরল কান্ডই ঘটান গিল। ফিরে এসে প্রত্যাহার করে নেন তার বক্তব্যের শেষ অংশটা। আইসিসির এক মিডিয়া কর্মীও বক্তব্যের শেষ অংশটা শুধরে নিতে অনুরোধ করেন সবাইকে।
রোহিত এখনও রান না পেলেও ফাইনালের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য রাখেন ভালোভাবে। ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার সেঞ্চুরি ৭টি, যা যেকোনো ব্যাটারের চেয়ে বেশি। ২০১৯ বিশ্বকাপে তাঁর পাঁচটি সেঞ্চুরি এক আসরে সর্বোচ্চ। ২০২৩ বিশ্বকাপে আবার এক আসরেই বিরাট কোহলি করেছিলেন ৭৬৫ রান, যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। রোহিত-কোহলিকে থামাতে না পারলে তাই শিরোপা জেতা কঠিন কিউইদের।
আইসিসি টুর্নামেন্টগুলোতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আবার কেন উইলিয়ামসনের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৭৮ রান করেছিলেন। সেঞ্চুরি করেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। তরুণ রাচিন রবীন্দ্রর পাশাপাশি উইলিয়ামসনও ব্যবধান গড়ে দিতে পারেন ফাইনালের।
২০১১ সালের পর আইসিসি টুর্নামেন্ট হয়েছে ১৪টি। এর মধ্যে ২০১২ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া ১২টি আসরের নকআউট খেলেছে ভারত। চারবার সেমিফাইনালে হেরেছে, পাঁচবার রানার্সআপ হয়েছে আর শিরোপা জিতেছে তিনবার।
নিউজিল্যান্ড আটবার নকআউট পর্বে উঠেছে (সেমিফাইনাল পর্যন্ত), চারবার সেমিফাইনালে হেরেছে আর তিনবার রানার্সআপ হয়েছে। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েই জিতেছে শিরোপা। আজ শেষ হাসিটা হাসবে কারা?