যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। এই হারটাকে বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সবচেয়ে সেরা অঘটন। তাই কাল (রবিবার) ভারতের বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই। এই ম্যাচ হারলে সুপার এইটের আগে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়বে বাবর আজমের দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে আকরাম বললেন, ‘‘পাকিস্তান খুব খারাপ ক্রিকেট খেলেছে। সুপার ওভারে ১৮ রান তাড়া করা আসলে ৩৬ করার মত কঠিন। পাকিস্তান কুৎসিত ক্রিকেট খেলেছে। ওদের আমি সুপার এইটে দেখছি না। কারণ বাবরদের খেলতে হবে দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে। কানাডা আর আয়ারল্যান্ডও অনেক ভালো দল এই ফরম্যাটে।’’
সাবেক অধিনায়ক মিসবাহ ক্ষুব্ধ বাবর আজমের উপর, ‘‘আপনার তো পরিকল্পনা করে খেলতে হবে। সবাই জানি, নাসিম শাহ ব্যাট হাতে চার ছয় মারতে পারে। কিন্তু ওর আগে হারিস রউফকে পাঠানো হল কেন? প্রথম ছয় ওভারে কোনও বাউন্সার করল না আমাদের পেসাররা। অধিনায়কও বললেন না বাউন্সারের জন্য। এভাবে আপনি ভারতকে হারাবেন কীভাবে।’’
ওয়াসিম আকরাম-মিসবাহদের মত অবশ্য পাকিস্তানকে নিয়ে হতাশ হচ্ছেন না ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকার বিশ্বাস পাকিস্তান ঘুরে দাঁড়াবে, ‘‘জেগে উঠ পাকিস্তান। তোমরা জান যখন তোমাদের দল ভালো খেলে, তখন তারা অসাধারণ হতে পারে। শুধু বিশ্বাস রাখো।’’