Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপে পাক-ভারত মহারণ আজ, অনুশীলনে সাপ

ibd3
[publishpress_authors_box]

এশিয়া কাপের রেশ রয়ে গেছে এখনও। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো কিংবা সূর্যকুমারদের মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়া নিয়ে বিতর্ক চলছে এখনও। এরই মাঝে আজ কলম্বোয় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান।

 দুই দলের ক্রিকেটাররা হাত মেলাবেন কিনা, আগ্রহ আছে এ নিয়েও। ভারতীয় মিডিয়া অবশ্য জানাচ্ছে বিসিসিআই থেকে হাত না মেলানোর কথাই বলা হয়েছে ক্রিকেটারদের! এমনটা হলে উত্তেজনার মাত্রা বাড়বে আরও।

২০২২ বিশ্বকাপে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর পাকিস্তানের তখনকার অধিনায়ক বিসমাহ মারুফের ছোট মেয়ের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছিল স্মৃতি, দীপ্তি, হরমনপ্রীতদের। এ ছাড়া, দুই দলের অনেক ক্রিকেটারই ম্যাচের পর মাঠে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করেছেন।

সেই প্রসঙ্গ উল্লেখ করে সানা ম্যাচের আগে বলেছেন, “বিসমাহের মেয়েকে ঘিরে সবার একত্ হওয়ার সেই দৃশ্যটা এখনও আমার মনে আছে। অতীতে সেই ছবিটা দেখতে খুব ভাল লাগে। সবাই সেটা উপভোগও করে। তবে আমাদের মনোযোগ থাকবে শুধু খেলাতেই।”

দুই দলের ক্রিকেটাররা হাত মেলাবেন তো?

পাশাপাশি সানা স্মরণ করালেন ক্রিকেটীয় সংস্কৃতি, ‘‘সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভাল রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি সব রকম ভাবে মেনেই খেলার চেষ্টা করব।”

সম্প্রচারকারী চ্যানেলে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয় ভারতের ক্রিকেটারদের। এ নিয়ে অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, “আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সব সময়ে এই ম্যাচের অংশ হতে চেয়েছি। এই ম্যাচকে অন্য যে কোনও ম্যাচের মতোই দেখি। ক্রিকেটেই নজর থাকে আমাদের।”

স্মৃতি মন্ধানার মতে, “ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ সব সময় খুব হাড্ডাহাড্ডি থাকে। স্টেডিয়াম ভর্তি থাকে। সকাল থেকে যাদের সঙ্গে দেখা হয় সবাই জেতার অনুরোধ করে। এই পরিবেশ নিজের সেরাটা বার করে আনতে সাহায্য করে। আমি এবং সতীর্থেরা সেটা উপভোগ করি।”

ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, ক্রিকেটারদের আবেগ না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে “ক্রিকেটে নজর দেওয়া সবার আগে দরকার। আমরা চাই মেয়েরা নিজেদের সেরাটা বার করে আনুক। অন্য ম্যাচের মতোই এটাকে দেখছি। বিশ্বকাপ খুব লম্বা। আরও অনেক ম্যাচ রয়েছে।”

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় দলের অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়েছিল একটি সাপ। মাঠে সাপটি ঘুরে বেড়াতে দেখা যায়। শ্রীলঙ্কায় এই প্রজাতির সাপকে ‘গারান্দিয়া’ বা ইঁদুরখেকো বলা হয়, যা সাধারণত বিষাক্ত নয়। মানুষের জন্য ক্ষতিকরও নয়। মাঠে সাপের এই উপস্থিতি ভয়ের বদলে তাই কৌতুহলের জন্ম দেয়।

বাছাই পর্বে পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জিতে বিশ্বকাপে খেলতে এসেছে পাকিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও চমক দেওয়ার ক্ষমতা রাখে তারা। মুনিবা আলি, আলিয়া রিয়াজ়ের মতো ক্রিকেটার রয়েছেন, যাঁরা দরকার ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন।

ফতিমা সানার অধিনায়কত্বও বিশেষ কিছু। মাত্র ২২ বছরে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচে দল হারলেও তিনি নিজে ভাল ব্যাটিং এবং বোলিং করেছেন। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তার। সানার একটি চাল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

পাকিস্তানের মাথা ব্যাথার কারণ হতে পারে স্মৃতি মন্ধানা এবং প্রতীকা রাওয়াল। ১৪ ইনিংসে ১০৮৬ রান এসেছে তাদের জুটি থেকে। এর ছয়টি ৫০ এবং চারটি ১০০ রানের জুটি । বিশ্বের একমাত্র ওপেনিং জুটি হিসাবে এ বছর ১০০০ রান পেরিয়েছেন তারা। ঘরের মাঠে ৭০১ রান করেছেন। গড় ১১৬.৮৩। তাদের থামানোই চ্যালেঞ্জ হবে পাকিস্তানের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত