ভারত-পাকিস্তান মহারণ। ক্রিকেটের সবচেয়ে জমজমাট লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির লড়াইয়ে বাগড়া দিয়েছে বৃষ্টি।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণ টস হয়েছে নির্ধারিত সময়ে আধাঘণ্টার পর। স্বভাবতই খেলা শুরু হতে দেরি হয়েছে। তবু খেলা শুরু হওয়াতেই আনন্দ ক্রিকেটপ্রেমীদের। কিন্তু বেসরিক বৃষ্টি আবারও ফিরে আসে। ফলে ১ ওভার যেতেই বন্ধ হয়ে গেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি।
বৃষ্টি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবার শুরু হয়েছে খেলা। ওভারও কমেনি। অর্থাৎ, বৃষ্টি আর বাগড়া না দিলে পুরো টি-টোয়েন্টির আমেজই পাবেন ক্রিকেটপ্রেমীরা।
ভারতের বিপক্ষে ম্যাচ এমনিতেই পাকস্তানের জন্য মর্যাদার লড়াই। এবারের বিশ্বকাপে সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাবর আজমদের জন্য। কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ সুপার ওভারে হেরে গেছে তারা। ভারতের বিপক্ষেও হেরে গেলে সুপার এইটের স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে তাদের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একাদশে একটি পরিবর্তন এনে মাঠে নেমেছে তারা। আজম খানের জায়গায় এসেছেন ইমাদ ওয়াসিম। ভারত অবশ্য আয়ারল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই নেমেছে।
ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।