ক্রিকেট উত্তেজনা বোঝাতে ভারত-পাকিস্তান নাম দুটিই যথেষ্ট। প্রতিবেশী দেশ দুটির লড়াই বিশ্বের যেকোনও প্রান্তে সমান উন্মাদনা ছড়ায়। অথচ দ্বিপাক্ষিক কোনও সিরিজ নেই তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে হলে আইসিসি কিংবা এসিসির প্রতিযোগিতাই ভরসা। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের লড়াইয়ের তাপ দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে চায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আইসিসি ও এসিসির সৌজন্যে তাও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা হয় ভারত-পাকিস্তানের। কিন্তু টেস্ট ক্রিকেটে তাদের সাক্ষাৎ হয় না ১৭ বছর। ২০০৭ সালে সর্বশেষ লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দল দুটি। ইসিবি এই ফরম্যাটেই ভারত-পাকিস্তানের লড়াই ফেরাতে চায়। ইংল্যান্ডের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড তেমনটাই জানিয়েছেন।
এর আগে ভারত-পাকিস্তানের সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা জানিয়েছিল, এশিয়ার দুই পরাশক্তিকে নিয়ে আয়োজন করতে চায় ত্রিদেশীয় সিরিজ। এবার ইসিসির কর্তা জানালেন ইংল্যান্ডে আয়োজন করতে চান ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ।
এজবাস্টনে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্ট। এই টেস্টের প্রথম দিনের চা বিরতিতে বিভিন্ন বিয়য় নিয়ে কথা বলেছেন গুল্ড। সেখানেই উঠে এসেছে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি, “সবাই এটা পছন্দ করবে। আমি বলব না এটা (ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ) আয়োজন করা অসম্ভব। আমরা কাছে এটা খুব আকর্ষণীয়।”
সঙ্গে যোগ করেছেন, “আইসিসির বৈঠকের অংশ হিসেবে পুরো সপ্তাহান্তে আমরা শ্রীলঙ্কায় ছিলাম। আপনরা নিশ্চয় ভারতের সমর্থকদের দেখেছেন, একইসঙ্গে দেখেছেন পাকিস্তানের সমর্থকদের উন্মাদনা। তবে এর মধ্যে রাজনৈতিক ব্যাপারও রয়েছে।”
গুল্ড জানিয়েছেন, ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজের ভেন্যু হতে পারে লর্ডস, দ্য ওভাল ও এজবাস্টন। তবে রাজনৈতিক বৈরিতায় দুই দেশের সিরিজ আয়োজন করা যে সহজ কাজ নয়, সেটিও জানা আছে ইসিবির প্রধান নির্বাহীর।