Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

অবস্থা বুঝে পাকিস্তান ম্যাচের ব্যবস্থা নিচ্ছে ভারত

রোহিত-কোহলি-৩
[publishpress_authors_box]

বিশ্বকাপ, সেটা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটেই হোক, একটি ম্যাচ ঘিরে জমে থাকে থাকে সব উত্তেজনা। সেটা ওই দেশ দুটির সমর্থক তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় থাকেন দিনটির। ২২ গজের লড়াইয়ে সবচেয়ে আকর্ষণীয় ও উত্তেজনায় ঠাসা ভারত-পাকিস্তান মহারণ। এবারের কুড়ি ওভারের বিশ্বকাপেও প্রতিবেশী দেশ দুটির লড়াইয়ের উত্তাপ গায়ে মাখছে ক্রিকেট রোমান্টিকরা।

আর খুব বেশি অপেক্ষা নয়, আগামী রবিবার (৯ জুন) কুড়ি ওভারের বিশ্ব আসরে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই লড়াইয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে উইকেট। এখানকার কন্ডিশন ও উইকেটের আচরণ ঠিক বুঝে উঠতে পারছেন না ব্যাটাররা। টি-টোয়েন্টি যেখানে চার-ছক্কার খেলা হয়ে দাঁড়িয়েছে, সেখানে নিউইয়র্কের মাঠটিতে দাপট দেখাচ্ছেন বোলাররা। আরও স্পষ্ট করে বললে পেসাররা।

উইকেটের অবস্থা দেখে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আঁকছে ভারত। ব্যাটারদের কঠিন পরীক্ষায় পড়তে হবে, এটা ধরে নিয়েই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নাসাউ স্টেডিয়ামেই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ও পেয়েছে। আইরিশদের ৯৬ রানে অলআউট করে জয়ের পথটা আগেই করে দিয়েছিলেন জসপ্রিত বুমরা-হার্দিক পান্ডিয়ারা। একই মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। সেকারণেই ব্যাটিং নিয়ে প্রস্তুতির কথা আলাদাভাবে বলেছেন রোহিত, “সত্যি বলতে আমি জানি না পিচে কী অপেক্ষা করছে (পাকিস্তান ম্যাচে)। তবে আমরা এই ধরনের কন্ডিশন মাথায় রেখেই প্রস্তুতি নেব।”

পেস-বান্ধব নিউইয়র্কের পিচে লো স্কোরিং ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। ভারতও এই মাঠে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছিলেন। তাদের সঙ্গে যুক্ত ছিলেন হার্দিক পান্ডিয়া।

স্পিনার বেশি নিয়ে বিশ্বকাপে এসে পেসারদের কেন গুরুত্ব দেওয়া হলো, এমন প্রশ্নে রোহিতের উত্তর, “আমার মনে হয় না আমরা এখানে চারজন স্পিনার খেলাতে পারব (হাসি)। দল নির্বাচনের সময় আমরা ভারসাম্য রাখার চেষ্টা করেছি। কন্ডিশন যদি পেসারদের জন্য আদর্শ হয়, তাহলে তারা বেশি থাকবে। টুর্নামেন্টের পরের দিকে স্পিন কার্যকরী ভূমিকা রাখবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত