বিশ্বকাপ, প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ বোঝাতে এটুকুই যথেষ্ট। বিশাল বড় এর পরিধি। সবকিছুতেই থাকবে বড় আয়োজন। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রস্তুতিতে সেরকম বিশালত্বের কিছু পাওয়া যাচ্ছে না। বড় কোনও স্টেডিয়াম বা ট্রেনিং গ্রাউন্ড নয়, রোহিত শর্মাদের অনুশীলন করতে হয়েছে পাবলিক পার্কে!
যদিও পেশাদারিত্বের কোনও কমতি ছিল না ভারতের অনুশীলনে। পার্কে অনুশীলনের বিষয়টি কোচ রাহুল দ্রাবিড়ের কাছে অদ্ভুত মনে হলেও নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত।
বুধবার (৫ জুন) নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ম্যাচের প্রস্তুতিতে এক পার্কে গিয়েছিল ভারতীয় দল। নিউইয়র্কে বিশ্বকাপের ভেন্যুর কাছেই থাকছে ভারতীয় দল। তবে অনুশীলনের জন্য যেতে হয়েছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার দূরের কান্টিয়াগ পার্কে। প্রায় তিন ঘণ্টায় অনুশীলনে আয়ারল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিয়েছে তারা।
পার্কে হলেও প্রস্তুতিতে এতটুকু ছাড় দেয়নি ভারত। তবে ব্যাপারটি ঠিক পছন্দ হয়নি দ্রাবিড়ের। সংবাদ মাধ্যমে ভারতীয় কোচ বলেছেন, “পার্কে অনুশীলন করাটা একটু অদ্ভুতই বটে। দারুণ মজা হয়েছে। একটু অন্যরকম ব্যাপার, তবে ভালো ছিল।’
সঙ্গে যোগ করেছেন, “অবশ্যই বিশ্বকাপে আপনি কী চিন্তা করবেন, বড় কোনও স্টেডিয়ামে আছেন। অথচ আপনাকে অনুশীলন করতে হচ্ছে পাবলিক পার্কে।”