বোর্ডার-গাভাস্কার ট্রফির উন্মাদনা বেড়েছে। গত একদশকে ভারতের টেস্ট ক্রিকেটের উত্থানে জমে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের লড়াই। এবারের সিরিজটি আরও বেশি উত্তেজনা ছড়াচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের লড়াই পাঁচ ম্যাচের হওয়ায়। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার ব্যাপার তো আছেই। গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথম ম্যাচে চোট নিয়ে যুদ্ধ করতে হচ্ছে ভারতকে। একাদশে সাজাতে পরীক্ষায় বসতে হচ্ছে তাদের।
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। ক্রিকইনফোর খবর, স্ত্রী ও সন্তানের পাশে থাকতে পার্থে প্রথম টেস্টে খেলবেন না ভারতের অধিনায়ক। এদিকে হাতের চোটে ছিটকে গেছেন শুবমান গিল। এই দুই ব্যাটারের না খেলা মানে টপ অর্ডারের দুটি পরিবর্তন নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে কে?
সাম্প্রতিক সময়ে রোহিতের সঙ্গে ইনিংস শুরু করছেন যশস্বী জয়সওয়াল। তিনি থাকায় জয়সওয়ালের সঙ্গী কে হচ্ছেন? ক্রিকইনফো জানাচ্ছে, পার্থে রোহিতের জায়গা নিচ্ছেন লোকেশ রাহুল। গত কয়েক সিরিজে ভারতের টেস্ট দলের সঙ্গে আছেন রাহুল। তবে খেলেছেন মিডল অর্ডারে। রোহিতের অনুপস্থিতিতে তাকে আবার টপ অর্ডারে ফেরানো হচ্ছে।
তিন নম্বরে পড়িকল
রোহিতের না থাকার সঙ্গে বড় ধাক্কা হয়ে এসেছে গিলের চোট। তিনি না থাকায় তিন নম্বর পজিশনও পূরণ করতে হচ্ছে। পার্থে এই ডানহাতির জায়গা নিচ্ছেন বাঁহাতি দেবদূত পড়িকল। ২৪ বছর বয়সী এই ব্যাটারের টেস্ট অভিষেক হয়েছে গত মার্চে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালার ম্যাচ খেলার পর আর সুযোগ হয়নি লাল বলের ক্রিকেটে। গিলের চোটে তার একাদশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
যোগ হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার
অস্ট্রেলিয়ায় পেসারদের সহায়তার জন্য পেস বোলিং অলরাউন্ডার যোগ করতে যাচ্ছে ভারত। এই জায়গার জন্য লড়াইয়ে আছেন হরষিত রানা ও নিতিশ কুমার রেড্ডি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, হরষিতের চেয়ে কিছুটা এগিয়ে আছেন নিতিশ। এই অলাউন্ডারের অভিষেক হওয়া মানে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে বাইরে চলে যেতে হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় অশ্বিনের কাঁটা পড়ার কথা।
তৃতীয় পেসার কে?
মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরার সঙ্গে তৃতীয় পেসার হিসেবে কাকে দেখা যাবে, সেটা এখনও ঠিক করতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রসিদ্ধ কৃষ্ণা ও আকাশ দীপের মধ্যে একজনের সুযোগ পাবেন। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স এবং বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ বিবেচনায় আকাশ এগিয়ে।
ভারতের সম্ভাব্য একাদশ
যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদূত পড়িকল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরা (অধিনায়ক), মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।