Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

২৭ বছর পর ভারতকে ওয়ানডে সিরিজে হারাল শ্রীলঙ্কা

দিমুথ ওয়েলালাগা ২৭ রানে নেন ৫ উইকেট।  ছবি : ক্রিকইনফো
দিমুথ ওয়েলালাগা ২৭ রানে নেন ৫ উইকেট। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বদলে গেছে ভারতীয় ক্রিকেট। রাহুল দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে ওয়ানডেতে ফিরেছেন তারা। গম্ভীরের সঙ্গে রোহিত শর্মার প্রথম ওয়ানডে সিরিজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজটা সুখকর হল না। চ্যাম্পিয়নস ট্রফির আগে লঙ্কানরা জিতল ২-০’তে।

আজ কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চারিথ আসালঙ্কার দল। শুরুতে ব্যাট করা লঙ্কানরা থামে ৭ উইকেটে ২৪৮ রানে। অভিষকা ফার্নান্দো ৯৬, কুশল মেন্ডিস ৫৯ আর পাথুম ‍নিশাঙ্কা করেছিলেন ৪৫ রান। ৩ উইকেট রিয়ান পরাগের। জবাবে ভারত ২৬.১ ওভারে অলআউট ১৩৮ রানে।

অভিষকা ফার্নান্দো ৯৬ ও কুশল মেন্ডিস করেছিলেন ৫৯ রান। ছবি : ক্রিকইনফো

এটা ২৭ বছর পর ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়। সবশেষ ১৯৯৭ সালে ভারতকে হারিয়েছিল তারা।  সিরিজের প্রথম ম্যাচটা হয়েছিল টাই। শ্রীলঙ্কার ২৩০ রানের জবাবে ভারত অলআউট ২৩০-এ। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের জয় ৩২ রানে। লেগ স্পিনার জেফ্রি ভেন্ডারসি নিয়েছিলেন ৬ উইকেট। আজ তৃতীয় ওয়ানডেও দাপট স্পিনারদের।

বামহাতি স্পিনার দিমুথ ওয়েলালাগা ২৭ রানে নেন ৫ উইকেট। অপর স্পিনার জেফ্রি ভেন্ডারসি ৫ ওভারের স্পেলে নিয়েছিলেন ২ উইকেট।

 রোহিত শর্মা ২০ বলে ৩৫, বিরাট কোহলি ১৮ বলে ২০ আর শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ২৫ বলে ৩০ ছাড়া তেমন কিছু করতে পারেনি কেউ। শুভমান গিল করেন ৬ রান, ঋষভ পন্ত ৬, শ্রেয়াস আয়ার ৮ আর অক্ষর প্যাটেল করেন ২ রান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত