শ্রীলঙ্কায় উৎসব চলছে। ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ দ্বীপ দেশটির। এই আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়েছে সম্ভবত সনাথ জয়াসুরিয়ার। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ জয়েও দলের সঙ্গে ছিলেন, এবারও তিনি আছেন লঙ্কানদের সঙ্গে।
পার্থক্য শুধু তার ভূমিকায়। ১৯৯৭ সালে যেবার সবশেষ ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ জিতেছিল, সেবার জয়াসুরিয়া ছিলেন খেলোয়াড়। আর ২০২৪ সালে ইতিহাস গড়া সিরিজে তিনি শ্রীলঙ্কার প্রধান কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অন্তর্বর্তী কোচের দায়িত্ব পেয়েছেন লঙ্কানদের সাবেক অধিনায়ক। তার অধীনেই শক্তিশালী ভারতকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। কলম্বোর তৃতীয় ওয়ানডে স্বাগতিকরা জিতেছে ১১০ রানে। প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৪৮ রান। সেই লক্ষ্যে মাত্র ১৩৮ রানে অলআউট হয় ভারত।
অবিস্মরণীয় এই জয়ে জয়াসুরিয়ার ঠোটে চওড়া হাসি। ২৭ বছর আগের জয়ে তিনি ছিলেন, এবারও আছেন দলের সঙ্গে। সেকারণে তার আনন্দ আরও বেশি, “অনেক দিনের অপেক্ষা। সেই ১৯৯৭ সালের কথা, ওই সিরিজে আমি অনেক রান পেয়েছিলাম। আর সেবারই আমরা ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতেছিলাম। ২৭ বছর পর, এবারও আমি দলের অংশ।”
সঙ্গে যোগ করেছেন, “আমি ভীষণ খুশি এই ছেলেদের অংশ হতে পেরে। ওরা সবাই দারুণ খেলোয়াড় ও প্রতিভাবান। গোটা দেশই দেখেছে আমরা কী করতে পারি।”