অবিশ্বাস্য, অকল্পনীয়, নাটকীয়- কোন বিশেষণটা ঠিক খাটবে পাল্লেকেলের ম্যাচটির পাশে? নিশ্চিত জিততে যাওয়া ম্যাচ ভারতের হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কা। যে ম্যাচ নির্ধারিত ২০ ওভারের মধ্যে জিতে যাওয়ার কথা, সেই ম্যাচ সুপার গিয়ে হেরেছে লঙ্কানরা।
সুপার ওভার মিলিয়ে ২৯ রান তুলতে ৯ উইকেট হারিয়ে ভারতকে ‘জয় উপহার’ দিয়েছে শ্রীলঙ্কা। ভারতের ৯ উইকেটে করা ১৩৭ রানের জবাবে ১ উইকেটে ১১০ রান তুলে ফেলে স্বাগতিকরা। তাদের জয়টা মনে হচ্ছিল সময়ের অপেক্ষা। কিন্তু তাসের ঘরের মতো ভেঙে যায় সব। উইকেট বিলানোর মিছিলে যোগ দেন একের পর এক ব্যাটার। ফলে নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরাও করতে পারে ১৩৭ রান।
তাতে ম্যাচ হয় টাই। ফল নিষ্পত্তির জন্য গড়ানো সুপার ওভারে গিয়েও শ্রীলঙ্কার দুর্দশা কাটেনি। এক ওভারের লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ওয়াশিংটন সুন্দরের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪ বলেই নির্ধারিত ২ উইকেট হারিয়ে স্কোরে জমা করতে পারে মাত্র ২ রান।
৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এরই সঙ্গে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার মিশন পূর্ণ হয় ভারতের।