Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

‘বাজপাখি’ হয়ে গিলের ক্যাচ ফিলিপসের, ফিরলেন কোহলি-রোহিত

গিলের অসাধারণ ক্যাচ নিচ্ছেন ফিলিপস। ছবি : এক্স
গিলের অসাধারণ ক্যাচ নিচ্ছেন ফিলিপস। ছবি : এক্স
[publishpress_authors_box]

লক্ষ্যটা খুব বেশি নয়, ২৫২ রান। তারপরও শুরু থেকে চড়াও হলেন রোহিত শর্মা। এই ম্যাচটা খেলে অবসর নেওয়ার গুঞ্জনের মাঝে নিজের অন্যতম সেরা ইনিংসই খেলছেন রোহিত। ৪১ বলে করেছেন ফিফটি।

শুবমান গিলের সঙ্গে উদ্বোধনী জুটিতে রোহিত যোগ করেন ১০৫ রান। ৫০ বলে ৩১ করা গিল ফেরেন মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচে। শর্ট এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেলেছিলেন গিল। সেখানে থাকা গ্লেন ফিলিপস বাজপাখির মত উড়ন্ত ক্যাচে ফেরান ভারতীয় ওপেনারকে।

বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। মাইকেল ব্রেসওয়েলের বলে তিনি এলবি হন ১ রানেই। ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেই চাপটা আরও বাড়ে রোহিত শর্মা আউট হলে। রাচিন রবীন্দ্রর বলে উইকেট ছেড়ে স্লগ করতে গেলে স্টাম্পিং হন তিনি।

৮৩ বলে ৭ বাউন্ডারি ৩ ছক্কায় ৭৬ করে ফেরেন তিনি। ২৮ ওভারে ৩ উইকেটে ১২৯ করেছে ভারত। শ্রেয়াস আইয়ার ১৭ আর অক্ষর প্যাটেল ব্যাট করছেন ১ রানে।

শিরোপা জিততে ভারতের চাই ২৫২ রান

ভারতের স্পিন ফাঁদে হাঁমফাঁস করা নিউজিল্যান্ডের স্কোরে শেষ পর্যন্ত ২৫০ পেরিয়েছে। একটা সময় ৩৮তম ওভারে রান ছিল ১৬৫। সেখান থেকে নিউজিল্যান্ড ৫০ ওভার শেষে পেয়েছে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি।

শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল ৪০ বলে ৩ বাউন্ডারি ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থেকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। শেষ ১০ ওভারে কিউইরা করে ৭৯ রান। ভারতের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এটাই সর্বোচ্চ। এছাড়া ড্যারিলি মিচেল করেছিলেন ১০১ বলে ৬৩। ২টি করে উইকেট বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের।

৪০ রানে ২ উইকেট নিয়েছেন কুলদীপ। ছবি : ক্রিকইনফো

স্পিন ফাঁদে চাপে নিউজিল্যান্ড

দুবাইয়ে কখনও ওয়ানডে হারেনি ভারত। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাদের হারাতে শুরেুতে ব্যাট করা নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল বড় পুঁজি। কিন্তু প্রথম ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে চাপে মিচেল স্যান্টনারের দল।

শুরুটা খারাপ হয়নি নিউজিল্যান্ডের। ৮ ওভারের আগেই দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র করেছিলেন ৫৭ রান। এরপর ভারতের বিখ্যাত স্পিন ফাঁদে আটকে হাঁসফাঁস করছিল তারা। ২৮ ও ২৯ রানে দুইবার জীবন পাওয়া রাচিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ করে বোল্ড হন কুলদীপ যাদবের বলে। ১৫ রান করা ইয়ং এলবি হন বরুণ চক্রবর্তীর বলে।

শুরুটা ভালো করলেও কেন উইলিয়ামসন ১১রানে ফিরতি ক্যাচ দেন কুলদীপ যাদবকে। চাপের মুখে ইনিংস গড়ার কাজ করছিলেন টম ল্যাথাম। ৩০ বলে তার ১৪ রানের মন্থর ইনিংসটি শেষ হয় রবীন্দ্র জাদেজার বলে এলবি হয়ে। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।

প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৯ রান তোলা নিউজিল্যান্ড সর্বশেষ ১৭ ওভারে তুলতে পেরেছে ৫৪ রান, হারিয়েছে ৩ উইকেট। চারটা উইকেটই নিয়েছেন স্পিনাররা।

২৮ ওভারে ৪ উইকেটে ১২৬ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ২৮ ও গ্লেন ফিলিপস ব্যাট করছেন ৯ রানে।

টস হারে লারার পাশে রোহিত, খেলছেন না হেনরি

রোহিত শর্মার মুখে অবিশ্বাসের হাসি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও আজ (রবিবার) টস হারলেন ভারতীয় অধিনায়ক! ওয়ানডেতে এ নিয়ে টানা ১৫তম টস হারল ভারত। আর রোহিত হারলেন ১২বার। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে তাঁর এই দুর্ভাগ্যের শুরু।

টানা ১২তম টস হারে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত। লারাও ওয়ানডেতে হেরেছিলেন টানা ১২ টস। ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২টি টসে হারেন লারা।

টস জিতলেও নিউজিল্যান্ড অস্বস্তি নিয়ে শুরু করেছে ফাইনাল। দলের সেরা পেসার ম্যাট হেনরি খেলছেন না ফাইনালে। সেমিফাইনালে পাওয়া চোট ছিটকে দিয়েছে তাকে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন হেনরি। সবমিলিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ১০ উইকেট তার।

হেনরির জায়গায় খেলছেন নাথান স্মিথ। ভারত খেলছে সেমিফাইনালের অপরাজিত একাদশ নিয়ে। ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর কোনো উইকেট না হারিয়ে ২৬। রাচিন রবীন্দ্র ১৬ আর উইল ইয়াং ব্যাট করছেন ৯ রানে।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত