অস্ট্রেলিয়া এখন নিয়মিত ফুটবল বিশ্বকাপ খেলে। পাল্লা দিয়ে লড়াই করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা স্পেনের সঙ্গে। ফিফা র্যাংকিংয়ে সেরা ৩০-এ থাকা সেই অস্ট্রেলিয়ার সঙ্গে শনিবার এএফসি এশিয়ান কাপে কৌশলী ফুটবলই খেলেছে ভারত। তবে রক্ষণে দেয়াল গড়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে ফিফা র্যাংকিংয়ে ১০২-এ থাকা দলটি।
পরিসংখ্যান দেখাচ্ছে অস্ট্রেলিয়ার বলের দখল ছিল ৭০.৯ শতাংশ, তারা পোস্টে শট নিয়েছিল ২৮টি। সেখানে ভারতের পোস্টে শট ছিল কেবল ৪টি। তবে ভারত খেলেছে রক্ষণে দুর্গ গড়ে পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল।
১৬তম মিনিটে নিখিল পূজারীর ক্রসে সুনীল ছেত্রীর হেড লক্ষ্যভ্রস্ট না হলে এগিয়ে যেতে পারত ভারত। সহজ এই সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফলটা অন্যরকম হতেই পারত।
বিরতির আগে গোলের দেখা পায়নি অস্ট্রেলিয়া। বিরতির পর ভেঙে পড়ে ভারতীয়দের প্রতিরোধ। ৫০তম মিনিটে জ্যাকসন আরভিন ও ৭৩ মিনিটে জর্ডান বসের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
শুক্রবার উদ্বোধনী দিনে কাতার ৩-০ গোলে হারিয়েছিল লেবাননকে। জোড়া গোল করেছেন আকরাম আফিফ, অপরে গোলটি আলমোয়েজ আলীর।