Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

মেয়েদের বয়সভিত্তিক সাফে বাংলাদেশে খেলবে না ভারত

অনূর্ধ্ব-১৯ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা জয়ের আশায় মাঠে নামবে মেয়েরা।
অনূর্ধ্ব-১৯ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা জয়ের আশায় মাঠে নামবে মেয়েরা।
[publishpress_authors_box]

বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। তবে টুর্নামেন্টটি খেলতে বাংলাদেশে আসছে না ভারত। তাদের ছাড়াই দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টির সূচি প্রকাশ করা হয়েছে।

বয়সভিত্তিক নারী সাফে বাংলাদেশের ম্যাচ

তারিখম্যাচ সময়
১১ জুলাইবাংলাদেশ-শ্রীলঙ্কাবেলা ৩টা
১৩ জুলাইবাংলাদেশ-নেপালসন্ধ্যা ৭টা
১৫ জুলাইবাংলাদেশ-ভুটানবেলা ৩টা
১৭ জুলাইবাংলাদেশ-ভুটানসন্ধ্যা ৭টা
১৯ জুলাইবাংলাদেশ-শ্রীলঙ্কাসন্ধ্যা ৭টা
২১ জুলাইবাংলাদেশ-নেপালসন্ধ্যা ৭টা

ভারত না আসায় টুর্নামেন্টটি এখন চার দেশের হবে। তার কী কারণে আসছে না তা অবশ্য জানা যায়নি এখনো। টুর্নামেন্টটি হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। এত একটি করে দল ছয়টি করে ম্যাচ খেলবে। যে দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে সেই চ্যাম্পিয়ন হবে।

স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি তিন দল হচ্ছে- শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। কিংস অ্যারেনায় সব ম্যাচ হবে। ভেন্যু নির্বাচন নিয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, “সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় হবে।” জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এ জন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে।

বয়সভিত্তিক টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন যৌথভাবে বাংলাদেশ-ভারত। ২০১৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টে সব মিলিয়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টগুলো অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে হয়ে আসছে। আগামী ১১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত