Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

আবারও ভারতের ফুটবল লিগে সাবিনা

ভারতের নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলার প্রস্তাব পেয়েছেন সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত
ভারতের নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলার প্রস্তাব পেয়েছেন সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

ভারতের নারী ফুটবল লিগের ক্লাব সেথু এফসিতে খেলেছিলেন ২০১৮ সালে। খেলেছেন মালদ্বীপের ক্লাব ডিফেন্স ফোর্স ও আর্মি এফসিতে। দ্বিতীয়বারের মতো ভারতীয় লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবারের ক্লাবের নাম কিকস্টার্ট এফসি। ক্লাবটি ভারতের কর্ণাটকের।

ভারতীয় ক্লাবে খেলার কথা সকাল সন্ধ্যাকে আজ নিশ্চিত করেছেন সাবিনা, “আমি প্রস্তাব পেয়েছি কিকস্টার্ট ক্লাব থেকে। ওরা আমাকে নিতে চেয়েছে।” সাবিনার সঙ্গে তিন মাসের চুক্তি করেছে কিকস্টার্ট ক্লাব।

গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগের খেলা। শেষ হবে আগামী মার্চ মাসে। সাবিনার কাছে প্রস্তাব এসেছে খেলা শুরু হওয়ার পর। কিন্তু ভারতে যেতে চাইলেও এই মুহূর্তে যেতে পারছেন না জাতীয় দলের এই ফরোয়ার্ড, “ গতবারের মতো এবারও ভিসা জটিলতায় ভুগতেছি। যদি ভিসা পাই তাহলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়।”

আগামী ১৭ জানুয়ারি গোয়ার তিলক ময়দানে হবে কিকস্টার্ট এফসির পরের ম্যাচ। প্রতিপক্ষ সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি। ওই ম্যাচের আগেই ক্লাবটি সাবিনাকে পেতে চায়। কিন্তু ভিসা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন সাবিনা, “ওরা ১৭ জানুয়ারি পর্যন্ত দেখবে। কারণ ওদের ১৭ তারিখ পরের ম্যাচ আছে। এর আগে ভিসা হলে সেক্ষেত্রে যাওয়া সম্ভব হতে পারে। সত্যি বলতে ভিসা নিয়ে বেশ ঝামেলাতেই আছি।”   

ভারতীয় নারী লিগে আগেও খেলেছেন সাবিনা। ছবি: সংগৃহীত

৭ দলের লিগে এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে আছে কিকস্টার্ট এফসি। ৩ ম্যাচে সব কটিতে জয়, ৯ পয়েন্ট নিয়ে লিগের দুইয়ে ক্লাবটি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে উড়িষ্যা এফসি।

মেয়েদের ফুটবলে এমনিতেই খেলা নেই। এ বছর ঘরোয়া ফুটবলেও বসুন্ধরা কিংস নারী লিগে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। তাই বিদেশের মাটিতে খেলে নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা।

চলতি মৌসুমে কিকস্টার্ট ক্লাবে খেলছেন নেপালের তারকা ফুটবলা প্রীতি রায় ও দীপা শাহি। ভারত জাতীয় দলেরও অনেক ফুটবলার আছেন এই ক্লাবে, যাদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ আছে সাবিনার। নেপালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে যারা প্রতিপক্ষ ছিলেন, সেই রিতু রানী-দালিমা চিবারের সঙ্গে কিকস্টার্টের জার্সি জড়িয়ে মাঠে নামবেন তিনি।

সাবিনার নতুন ক্লাব কিকস্টার্ট ৩ বার কর্ণাটক নারী লিগে শিরোপা জিতেছে। এর আগে ভারতের নারী ফুটবল লিগে দুবার কোয়ালিফাই করে ক্লাবটি। ২০২২-২৩ মৌসুমে হয় রানার্সআপ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত