Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ঠাসা সূচি নিয়ে যা বললেন রোহিত

w3
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

সুপার এইটে ঠাসা সূচিতে খেলতে হচ্ছে দলগুলোকে। ভারত যেমন তিন ম্যাচ খেলবে পাঁচ দিনের ব্যবধানে। আবার বাংলাদেশ ২৪ ঘণ্টার ব্যবধানে খেলবে দুই ম্যাচ। ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর দিনই নাজমুল হোসেন শান্তরা মুখোমুখি হবে ভারতের।

এই ঠাসা সূচি নিয়ে অসন্তুষ্টি থাকলেও বাস্তবতাটা ভালো জানা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তাই সুপার এইটের সূচি নিয়ে রোহিত বললেন,‘‘প্রথম ম্যাচ খেলার তিন, চার দিনের মধ্যে বাকি দুই ম্যাচখেলতে হবে। সূচি কিছুটা চাপের। তবে আমরা এ ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। খেলার মাঝে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। এটা আমাদের জন্য কোনও অজুহাত হতে পারে না।’’

ভারতের প্রথম ম্যাচ ২০ জুন আফগানিস্তানের বিপক্ষে। এরপর ২২ জুন বাংলাদেশ আর ২৪ জুন খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

 দাপটে তারা সুপার এইটে পৌঁছলেও মাথা ব্যথার কারণ বিরাট কোহলির অফফর্ম। তিন ম্যাচ খেলে এখনও বড় রানের স্কোর পাননি তিনি। সুপার এইটে পাবেন কি?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত